Advertisement

মেয়েরা ছেলেদের বা ছেলেরা মেয়েদের ম্যাসাজ করতে পারবেন না, গুয়াহাটিতে নয়া নিয়ম

স্পা বা বিউটি পার্লারে হামেশাই দেখা যায় পুরুষদের শরীর মাসাজ করে দিচ্ছেন কোনও মহিলা। আবার উল্টোটাও হয়। মহিলা কাস্টমারের শরীর মাসাজ করছেন কোন পুরুষ কর্মী। তবে এবার থেকে তাতে ইতি পড়তে চলেছে। শহরের পার্লারগুলিতে বিপরীত লিঙ্গকে দিয়ে মাসাজ করান যাবে না, এমনই কড়া নির্দেশিকা জারি করেছে গুয়াহাটি পুরসভা।

Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 16 Nov 2021,
  • अपडेटेड 4:18 PM IST
  • মাসাজ পার্লারে মেয়েদের দিয়ে শরীর দলাইমলাই করাতে পারবেন না পুরুষরা
  • মহিলারাও পুরুষদের দিয়ে মাসাজ করতে পারবেন না
  • নিয়ম আনল গুয়াহাটি পুরসভা

স্পা বা বিউটি পার্লারে হামেশাই দেখা যায় পুরুষদের শরীর মাসাজ করে দিচ্ছেন কোনও মহিলা। আবার উল্টোটাও হয়। মহিলা কাস্টমারের শরীর মাসাজ করছেন কোন পুরুষ কর্মী। তবে এবার থেকে তাতে ইতি পড়তে চলেছে। শহরের পার্লারগুলিতে বিপরীত লিঙ্গকে দিয়ে মাসাজ করান যাবে না, এমনই কড়া নির্দেশিকা জারি করেছে গুয়াহাটি পুরসভা।

শহরের নানা প্রান্তে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠছে মাসাজ পার্লার। আর এই সব পার্লারের পেছনে ঘটে চলেছে দেহ ব্যবসার মত কাজও। এমন সব অভিযোগ আসতেই কড়া পদক্ষেপ নিল গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন। অর্থাৎ এবার থেকে, অর্থ্যাৎ মহিলারা পুরুষদের মাসাজ করতে পারবেন না। তেমনি পুরুষরা মহিলাদের মাসাজ করতে পারবেন না কোনওভাবেই।

 

 

গুয়াহাটি পুরসভার নতুন নির্দেশিকায় বলা হয়েছে, , স্পা বা পার্লারের ভেতর আলাদা কোনও ঘর বা চেম্বার থাকবে না। দরজাগুলোও স্বচ্ছ হতে হবে। থেরাপিস্টরাই মাসাজ করবেন। এক্ষেত্রে বিপরীত লিঙ্গের কেউ এই পরিষেবা প্রদান করতে পারবেন না। স্টিম বাথ চলতে পারে। কিন্তু বিপরীত লিঙ্গের কেউ এক্ষেত্রে সহায়তা করবেন না।  শহরের বহু সাধারণ নাগরিক ইউনিসেক্স সেলুন ও বিউটি পার্লার এবং স্পাগুলিতে মাসাজের নামে নানা অনৈতিক কাজকর্ম চলে বলে অভিযোগ করেছেন। তাই এই নতুন গাইডলাইন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন, জিএমসি কমিশনার দেবাশিস শর্মা। 

যে সব নির্দেশ দেওয়া হয়েছে

  • পার্লারে মাসাজের জন্য আলাদা কোনও ঘর রাখা যাবে না।
  • প্রধান দরজা স্বচ্ছ হতে হবে।
  •  পার্লারে প্রশিক্ষিত থেরাপিস্ট নিয়োগ করতে হবে।
  • বিপরীত লিঙ্গের কেউ কারও মাসাজ করতে পারবেন না।
  • স্টিম বাথের ব্যবস্থা রাখা যেতে পারে। কিন্তু বিপরীত লিঙ্গের কেউ পরিষেবা দিতে পারবেন না।
  • স্পা বা পার্লারে যাঁরা আসছেন, তাঁদের নাম ও ফোন নম্বর নিয়ম মেনে নথিভুক্ত করতে হবে।

গুয়াহাটি কর্পোরেশনের কমিশনার দেবাশিস শর্মা জানান, গত একমাস ধরে নানা অ্যাপার্টমেন্ট থেকে অভিযোগ আসছিল যে বেআইনি মাসাজ পার্লার চলছে বিভিন্ন জায়গায়। একাধিক অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। প্রায় ৬০ শতাংশ ক্ষেত্রে বেআইনীভাবে স্পা, পার্লার চলছে। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement