১০ টাকার প্যাকেটের দইয়ের দাম বেড়ে হল একধাক্কায় ১৫! এমনটা কেউ আশা করতে না পারলেও, তাই-ই হতে চলেছে। GST-র জন্য দাম বাড়ানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। কিন্তু ১০ টাকা মূল্যের জিনিস সরাসরি ১৫ টাকা হবে তা নিয়ে বেশ বিস্মিত জনসাধারণ। বাড়তে থাকা দামের কোপে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে স্বল্প আয়ের মানুষেরা।
গত মাসেই প্রথমবার, কেন্দ্র সরকার দুধের তৈরি প্যাকেটজাত পণ্যগুলিতকে GST-এর আওতায় অন্তর্ভুক্ত করেছে। যা ১৮ জুলাই থেকে সারাদেশে কার্যকর হয়েছে। সরকার প্যাকেটজাত দুধের পণ্যের ওপর ৫ শতাংশ হারে জিএসটি নির্ধারণ করেছে। কিন্তু এখন কোম্পানিগুলি ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়াচ্ছে।
জিএসটি এর ফলে আগুন দাম
দেশের নামকরা সব কোম্পানি প্যাকেটজাত দই সরবরাহ করে, যার একটি হল ব্রিটানিয়া। কোম্পানি ভারতীয় বাজারে ৮০ গ্রাম, ১৫০ গ্রাম এবং ৪০০ গ্রাম প্যাকেজ দই বিক্রি করে। এখনও পর্যন্ত বাজারে ৮০ গ্রাম প্যাকেটজাত দইয়ের দাম ছিল ১০ টাকা। কিন্তু আজ থেকে একই ৮০ গ্রাম প্যাকেটজাত ব্রিটানিয়া দই বাজারে বিক্রি হচ্ছে ১৫ টাকায়। অর্থাৎ, কোম্পানি সরাসরি তার দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করেছে। এই কোম্পানির দই কিনলে ৫ টাকা বেশি দিতে হবে।
সরকার প্যাকেটজাত দইয়ের উপর ৫% জিএসটি আরোপ করেছে, কিন্তু এখন কোম্পানিগুলি জিএসটি উল্লেখ করে দাম বাড়িয়ে দিচ্ছে। নিয়ম অনুসারে, ৫% জিএসটি প্রয়োগের পর ১০ টাকার দইয়ের দাম ১০ টাকা ৫০ পয়সা হওয়া উচিত ছিল। কিন্তু কোম্পানিগুলি নির্বিচারে দাম বাড়াচ্ছে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ জনগণের ওপর, যারা ইতিমধ্যেই মূল্যবৃদ্ধিতে ভুক্তভোগী।
দাম বাড়াচ্ছে সব কোম্পানিই
এর আগে, গত মাসে জিএসটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সুধা কোম্পানি দই, লস্যি এবং বাটার মিল্কের দাম বাড়িয়েছিল।
তবে দুগ্ধজাত পণ্য বিক্রিকারী সব প্রতিষ্ঠানই দাম বাড়াবে। কিন্তু ব্রিটানিয়া যেভাবে দাম বাড়িয়েছে, তাতে উদ্বিগ্ন আম-জনতা।