Advertisement

Gujarat: চাকরির হাহাকার! ইন্টারভিউ দিতে এসে পদপিষ্টের পরিস্থিতি; 'ভারতের ভবিষ্যত', ট্যুইট রাহুলের

চাকরির ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদের ভিড়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি। ভিড়ের চাপে রেলিং ভেঙ্গে পড়ে আহত হয় এক ছাত্র। গুজরাতের ভারুচে এই ভিডিওটি বর্তমানে ভাইরাল। বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর এক্স অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট করেন। দেশের বেকারত্বের কথা তুলে ধরে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন। 

গুজরাত
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Jul 2024,
  • अपडेटेड 12:11 AM IST

চাকরির ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদের ভিড়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি। ভিড়ের চাপে রেলিং ভেঙ্গে পড়ে আহত হয় এক ছাত্র। গুজরাতের ভারুচে এই ভিডিওটি বর্তমানে ভাইরাল। বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর এক্স অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট করেন। দেশের বেকারত্বের কথা তুলে ধরে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন। 

ভিডিওটি শেয়ার করেছেন রাহুল গান্ধী
'বেকারত্বের রোগ' ভারতে মহামারীর আকার নিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলি এমন মহামারীর কেন্দ্রস্থল হয়ে গেছে। ভিডিওটি শেয়ার করে রাহুল গান্ধী লেখেন 'ভারতের ভবিষ্যত', একটি সাধারণ চাকরির জন্য লাইনে দাঁড়ানো, নরেন্দ্র মোদীর 'অমৃত কাল'-এর বাস্তবতা।

কংগ্রেস-বিজেপির প্রবল বাকযুদ্ধ 
বৃহস্পতিবার গুজরাতের ভরুচ জেলার অঙ্কলেশ্বরে ৪০ টি শূন্য পদের জন্য এক কোম্পানির আয়োজিত ওয়াক-ইন-ইন্টারভিউতে প্রায় এক হাজার জন চাকরি প্রার্থী চলে আসে। যে হোটেলে ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছিল সেখানে প্রবেশদ্বারে র‌্যাম্পে ওঠার চেষ্টা করা প্রার্থীদের ধাক্কাধাক্কি শুরু হয়।র‌্যাম্পের রেলিং ভেঙে পড়ে, ফলে অনেক প্রার্থী পড়ে যায়, যদিও কেউ গুরুতর আহত হননি।

মঙ্গলবার এই ঘটনার পর বিরোধী কংগ্রেস ও ক্ষমতাসীন বিজেপির মধ্যে এই নিয়ে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। কংগ্রেস বলছে, এটি "গুজরাত মডেল" উন্মোচন করেছে, অন্যদিকে বিজেপি বলেছে কংগ্রেস ভিডিওটি প্রকাশ করে রাজ্যের মানহানি করার চেষ্টা করছে।

এই পদগুলির জন্য ইন্টারভিউ ছিল
প্ল্যান্ট অপারেটরের জন্য, আইটিআই পাস এবং ৩ থেকে ৮ বছরের অভিজ্ঞতা, সুপারভাইজার পদের জন্য, B.Sc.-MSc, ডিপ্লোমা ইন কেমিক্যাল ডিগ্রি এবং ৪ থেকে ৮ বছরের অভিজ্ঞতা, মেকানিক্যাল ফিল্টার আইটিআই পাস ৩ শূন্য পদের জন্য ৮ বছরের অভিজ্ঞতা, এক্সিকিউটিভ পদের জন্য B.Sc বা M.Sc পাস এবং ৪ থেকে ৭ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। তাতেই হাজির হয় হাজারের বেশি চাকরি প্রার্থী।

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement