ডোনাল্ড ট্রাম্প মৃত। এমনই ভুয়ো পোস্ট করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ছেলের এক্স(আগের টুইটার) অ্যাকাউন্ট থেকে। পরে অবশ্য জানা গেল, পুরোটাই ভুয়ো। আসলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এক্স অ্যাকাউন্ট বুধবার হ্যাক করা হয়েছিল। সেখান থেকেই একের পর এক ভুয়ো পোস্ট করা হচ্ছিল। বেশ কিছু ভুয়ো পোস্ট করা হয়। তবে ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু নিয়ে পোস্টটি ভাইরাল হয়ে যায়। অনেকেই এটি সত্যি ভেবে নেন। নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়ে যায়।
একাধিক ভুয়ো পোস্টের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশেও আঘাত হেনে লেখা হয়েছিল। তবে এবার বোঝা যাচ্ছে যে, এগুলি সবই হ্যাকারের কাজ।
২০ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ভেরিফায়েড এক্স প্রোফাইল থেকে এই পোস্টগুলি করা হয়েছিল। এমনিতেই এত বড় একটা অ্যাকাউন্ট। তাই পোস্টগুলিতে অল্প সময়েই প্রায় ১.৪০ লক্ষ ভিউ এসে যায়। সেখানেই লেখা হয়েছিল, 'দুঃখের সঙ্গে জানাই, আমার বাবা ডোনাল্ড ট্রাম্প শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগামী ২০২৪ সালে আমি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করব।'
অ্যাকাউন্টটি যে হ্যাক হয়েছে, তা অনেক এক্স ব্যবহারকারীই ধরে ফেলেন। আবার অনেকে এটি সত্যি ভেবে বসেন। প্রাক্তন প্রেসিডেন্টের আত্মার শান্তি কামনা করে রিপ্লাই করতে শুরু করে দেন।
বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মের সাইবার নিরাপত্তার দুর্বলতার নিদর্শন এই ঘটনা। ভুয়ো তথ্য ছড়ানো এবং নেতিবাচক প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অপব্যবহারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
পোস্টগুলি অবশ্যই অল্প সময়ের মধ্যেই ডিলিট করে ফেলা হয়। তবে বর্তমান যুগে কোনও সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্ট হ্যাক হলেই যে কত বড় ভুয়ো খবর ছড়িয়ে পড়তে পারে, তার প্রমাণ এই ঘটনা।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, ডোনাল্ড ট্রাম্পের ছেলে এবং তাঁর প্রথম স্ত্রী, ইভানা ট্রাম্প- তিনজনেই বর্তমানে রাজনৈতিকভাবে বেশ সক্রিয়। তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিও বেশ অ্যাকটিভ। সেখানে নিয়মিত পোস্ট করেন তাঁরা। তাই এই অ্যাকাউন্টগুলির নিরাপত্তা নিয়ে যে এক্স-কে আরও সতর্ক হতে হবে, তা বলাই বাহুল্য।