Advertisement

Hajj Pilgrims Death: মক্কায় মৃত্যু-মিছিল, এ যাবত্‍ প্রাণ হারালেন ৬৪৫ হজযাত্রী, ৯০ জন ভারতীয়

হজযাত্রায় গিয়ে প্রবল গরমের কারণে মৃতের সংখ্যা আরও বাড়ল। গত রবিবার পর্যন্ত তথ্য মিলেছিল, প্রায় সাড়ে পাঁচশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেই সংখ্যা এখন ৬৪৫। মৃতদের মধ্যে ৯০ জন ভারতীয়। প্রায় সকলের মৃত্যু হয়েছে তাপপ্রবাহের কারণে। 

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 20 Jun 2024,
  • अपडेटेड 1:40 PM IST
  • হজযাত্রায় গিয়ে প্রবল গরমের কারণে মৃতের সংখ্যা আরও বাড়ল।
  • গত রবিবার পর্যন্ত তথ্য মিলেছিল, প্রায় সাড়ে পাঁচশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

হজযাত্রায় গিয়ে প্রবল গরমের কারণে মৃতের সংখ্যা আরও বাড়ল। গত রবিবার পর্যন্ত তথ্য মিলেছিল, প্রায় সাড়ে পাঁচশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেই সংখ্যা এখন ৬৪৫। মৃতদের মধ্যে ৯০ জন ভারতীয়। প্রায় সকলের মৃত্যু হয়েছে তাপপ্রবাহের কারণে। 

একজন আরব কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন যে, হজ যাত্রার সময় কমপক্ষে ৬৮ জন ভারতীয় নাগরিক মারা গেছেন। বেশ কয়েকজন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে। এর আগে মঙ্গলবার, আরব কূটনীতিকরা নিশ্চিত করেছেন যে এই বছর কমপক্ষে ৫৫০ তীর্থযাত্রী মারা গেছেন। বেশিরভাগই মক্কার তাপমাত্রা বৃদ্ধির কারণে।

এই বছর সারা বিশ্ব থেকে প্রায় ১.৮ মিলিয়ন মানুষ তীর্থযাত্রায় অংশ নিয়েছিল। হজ যাত্রা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি, এবং সমস্ত মুসলমানকে তাদের জীবনে অন্তত একবার এই ধর্মীয় বাধ্যবাধকতা পূরণ করতে হবে। এই বছরের তীর্থযাত্রায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার সঙ্গে একটি জ্বলন্ত তাপপ্রবাহের সাক্ষী হয়েছে, যা সাম্প্রতিক দশকের মধ্যে সর্বোচ্চ।

সৌদি প্রশাসনের তরফে জানানো হয়েছে, চলতি বছর বয়স্ক হজযাত্রীর সংখ্যা অনেক বেশি। তাই স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষ এই প্রচণ্ড গরম সহ্য করতে পারছেন না। গরমের পাশাপাশি নাগাড়ে তাপপ্রবাহ চলার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ৬৪৫ জনের মৃত্যুর খবর সামনে এলেও এই সংখ্যা যে আরও বাড়তে পারে তার আশঙ্কা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে অনেক হজযাত্রীর খোঁজ মিলছে না। তাদের মধ্যেও বেশিরভাগ ভারতীয়। 

এ বছর আনুমানিক ১৮ লক্ষ হজযাত্রী এসেছেন। যার মধ্যে ১৬ লক্ষই হলেন বিদেশি। গত রবিবার পর্যন্ত যে তথ্য মিলেছে তাতে ভারতীয় ছাড়াও সৌদির গরমে মৃত্যু হয়েছে ৩২৩ জন মিশরবাসী, ৬০ জন জর্ডনের নাগরিকের। এছাড়াও প্রায় ২০০০ জন তীর্থযাত্রীর চিকিৎসা চলছে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement