নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে ভিক্টোরিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার আগেই ‘জয় শ্রী রাম’ স্লোগান। আর তাতেই ক্ষুব্ধ হয়ে নেতাজি নিয়ে কোনও ভাষণ না দিয়েই মঞ্চ থেকে নেমে আসেন মমতা। শনিবারর অনুষ্ঠানে এভাবে তাল কেটে যাওয়া নিয়ে এখন সরগরম রাজনীতির ময়দান। মুখ্যমন্ত্রীর এই আচরণ ঠিক হয়েছে কিনা তা নিয়ে চলছে জোর আলোচনা। আর এর মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করে বসলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।
হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রী এবং বিজেপি নেতা অনিল ভিজ মমতার উদ্দেশ্য ট্যুইটারে তোপ দেগেছেন। লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম বলা মানে, ষাঁড়কে লাল কাপড় দেখানো৷ এই জন্যই উনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভাষণ বন্ধ করে দিয়েছিলেন"৷ প্রসঙ্গত রবিবার ভিক্টোরিয়ায় সঙ্গীতানুষ্ঠানের পরেই মঞ্চে বক্তব্য রাখতে আহ্বান জানানো হয়। পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে মঞ্চে ওঠার আমন্ত্রণ জানানো হয়। সেই সময় দর্শকাসন থেকে শুনতে পাওয়া যায়, 'জয় শ্রীরাম ধ্বনি'। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন মমতা। বলেন, 'এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়, আমার মনে হয়, সরকারি অনুষ্ঠানের মর্যাদা রাখা উচিত। আমি তো ঋণী যে, নেতাজির জন্মদিনে কলকাতায় প্রধানমন্ত্রী এমন অনুষ্ঠানের আয়োজন করেছেন। কিন্তু কাউকে আমন্ত্রণ জানিয়ে অপমান করা যায় না। এই ঘটনার প্রতিবাদ জানাই।' এরপর আর কোনও কথা না বলে 'জয়হিন্দ' ধ্বনি তুলে সিটে বসে পড়েন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
শনিবার মোদীর ভাষণের সময় মমতাকে দেখা গিয়েছে কখনও মোবাইলের দিকে তাকিয়ে থাকতে আবার কখনও আকাশের দিকে। মমতার এভাবে আচরণ নিয়ে গেরুয়া শিবিরের নেতৃত্ব একের পর এক আক্রমণ শানিয়ে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজিকে অপমান করেছেন অপমান করেছেন এমন অভিযোগ তুলেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় । রাজ্যের ৩০ শতাংশ ভোটারকে খুশি করতে জেনেশুনেই একাজ করেছেন মমতা এমন দাবি করেছেন কৈলাস।