Advertisement

Landslide on Kedarnath Yatra route: কেদারনাথের রুটে হড়পা বান-ধস, নিখোঁজ কমপক্ষে ১৩ জন

বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের কেদারনাথ যাত্রা রুটে ভারী বৃষ্টিপাতের ফলে হড়পা বান ও ভূমিধসের কারণে প্রায় ১৩ জন নিখোঁজ হয়েছেন। গৌরীকুণ্ড এলাকায় বেশ কিছু দোকানও ভেসে গেছে।

কেদারনাথের রুটে হড়পা বান-ধস, নিখোঁজ কমপক্ষে ১৩ জন
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 04 Aug 2023,
  • अपडेटेड 12:28 PM IST
  • পাহাড়ি ঢাল থেকে মাঝে মাঝে পাথর পড়ে যাওয়ায় ত্রাণ ও উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে
  • নেপাল থেকে আসা কয়েকজন-সহ নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে

বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের কেদারনাথ যাত্রা রুটে ভারী বৃষ্টিপাতের ফলে হড়পা বান ও ভূমিধসের কারণে প্রায় ১৩ জন নিখোঁজ হয়েছেন। গৌরীকুণ্ড এলাকায় বেশ কিছু দোকানও ভেসে গেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় বাহিনী (এসডিআরএফ) ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢাল থেকে মাঝে মাঝে পাথর পড়ে যাওয়ায় ত্রাণ ও উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সরকারি তরফে জানানো হয়েছে, নেপাল থেকে আসা কয়েকজন-সহ নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিখোঁজরা হলেন বিনোদ (২৬), মুলায়ম (২৫), আশু (২৩), প্রিয়াংশু চামোলা (১৮), রণবীর সিং (২৮), অমর বোহরা, তাঁর স্ত্রী অনিতা বোহরা, তাঁদের মেয়েরা রাধিকা বোহরা এবং পিংকি বোহরা এবং পুত্র পৃথ্বী বোহরা (৭), জাতিল (৬) এবং ভাকিল (৩), কর্মকর্তারা জানিয়েছেন।

রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার বিশাখা বলেন, 'নিখোঁজদের খুঁজে বের করতে অভিযান চলছে। আমরা তথ্য পেয়েছি যে পাথর পড়া এবং ভারী বৃষ্টিপাতের কারণে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তৎক্ষণাৎ অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে। বলা হয়েছিল যে সেখানে প্রায় ১০-১২ জন লোক ছিল। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের খুঁজে পাওয়া যায়নি।'

এদিকে, শুক্রবার উত্তরাখণ্ডের পাউরি, তেহরি, রুদ্রপারয়াগ এবং দেরাদুনে কমলা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। চামোলি, নৈনিতাল, চম্পাওয়াত, আলমোড়া এবং বাগেশ্বরের জন্য একটি হলুদ সতর্কতা (মাঝারি-তীব্র বৃষ্টিপাতের সংকেত) জারি করা হয়েছিল।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement