২০২৪ সালের নির্বাচনের আগে মুড অফ দ্য নেশন সমীক্ষা চালিয়েছে আজতক। সমীক্ষায় জনসাধারণকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়। ভারত জোড়ো যাত্রার সঙ্গে সম্পর্কিত বিষয়ে জানতে চাওয়া হয়।
রাহুলের ভাবমূর্তিতে কি পরিবর্তন এসেছে?
উত্তরে ৪৪ শতাংশ ব্যক্তিই জানিয়েছেন, রাহুলের ভাবমূর্তি আগের তুলনায় উন্নত হয়েছে। ৩৩ শতাংশ মানুষের মত, রাহুল গান্ধীর ভাবমূর্তি আগের মতোই আছে। কোনও পরিবর্তন হয়নি। এদিকে, ১৩ শতাংশ ব্যক্তি জানিয়েছেন রাহুলের ভাবমূর্তি এই সফরের পর আরও খারাপ হয়ে গিয়েছে।
বিরোধী দলনেতা হিসেবে রাহুলের পারফরম্যান্স
বিরোধী দলের মুখ হিসাবে রাহুল গান্ধী কেমন কাজ করছেন? এই প্রশ্নের উত্তরে ৩৪ শতাংশ ব্যক্তিই রাহুল গান্ধীর কাজ এবং বক্তৃতাকে 'অসামান্য' বলে উল্লেখ করেছেন। ১৮ শতাংশ মানুষ রাহুলের কাজ 'ভাল' বলে জানিয়েছেন।
২৭ শতাংশ ব্যক্তি বিরোধী নেতা হিসাবে রাহুল গান্ধীর ভূমিকাকে অযোগ্য বলে উল্লেখ করেছেন।
সংসদ সদস্য পদে যাওয়া নিয়ে জনগণের মতামত
উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্ট সম্প্রতি রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর তিনি আবার ভাদনগরের সাংসদ হয়েছেন। মোদী পদবি নিয়ে মানহানির মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের সাজা দিয়েছে সুরাট হাইকোর্ট। এই সিদ্ধান্তের জেরে সংসদ সদস্যপদ হারান রাহুল।
মুড অফ দ্য নেশনে, রাহুলের সংসদ সদস্যপদ নিয়েও জনসাধারণকে প্রশ্ন করেছি। এই সময় ৩১ শতাংশ মানুষ এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। একইসঙ্গে ২১ শতাংশ মানুষ এই সিদ্ধান্তকে ভুল বলেছেন। এদিকে ৩১ শতাংশ মানুষ এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।