Advertisement

Asaduddin Owaisi: 'মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন,' মোদীকে নিশানা করে দাবি ওয়েইসির

মোদী সরকারের ডেটা বলছে, মুসলিমদের মধ্যে সন্তান উত্‍পাদনের হার কমে গিয়েছে, তবু তিনি বলছেন, আমরা বেশি সন্তান উত্‍পাদন করি। বিজেপি ও আরএসএস একটি মিথ্যে ছড়াচ্ছে যে, ভারতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে।'

Asaduddin Owaisi and Narendra Modi
Aajtak Bangla
  • হায়দরাবাদ,
  • 29 Apr 2024,
  • अपडेटेड 9:59 AM IST
  • 'মুসলিমদের মধ্যে সন্তান উত্‍পাদনের হার কমে গিয়েছে'
  • 'সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন'
  • 'এই রকম ঘৃণা ছড়িয়ে কত দিন আপনি টিকে থাকবেন?'

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কংগ্রেসের ইশতেহারে সম্পত্তি কর  নিশানা করতে গিয়ে একটি জনসভায় বলেন, 'কংগ্রেস ক্ষমতায় এলে, যাঁদের সন্তান বেশি তাঁদের মধ্যে সম্পত্তি বণ্টন করা হবে। আপনার সম্পত্তি তারা অনুপ্রবেশকারীদের দেবে। আপনার কষ্টার্জিত টাকা কি অনুপ্রবেশকারীদের দেওয়া হবে? আপনার কি এটা মেনে নেবেন?' প্রধানমন্ত্রীর এই বক্তব্যেই পাল্টা সরব হলেন হায়দরাবাদের AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। দাবি করলেন, ভারতে মুসলিম সম্প্রদায়ের মানুষরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন। 

'মুসলিমদের মধ্যে সন্তান উত্‍পাদনের হার কমে গিয়েছে'

ওয়েইসির অভিযোগ, প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মধ্যে মিথ্যে ছড়িয়ে দিয়ে ঘৃণা ও বিদ্বেষে উস্কানি দিচ্ছেন। ওয়েইসির কথায়, 'প্রধানমন্ত্রী বলছেন, মুসলিমরা বেশি সন্তান উত্‍পাদন করে। মোদী সরকারের ডেটা বলছে, মুসলিমদের মধ্যে সন্তান উত্‍পাদনের হার কমে গিয়েছে, তবু তিনি বলছেন, আমরা বেশি সন্তান উত্‍পাদন করি। বিজেপি ও আরএসএস একটি মিথ্যে ছড়াচ্ছে যে, ভারতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে।'

'সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন'

এরপরেই তিনি দাবি করেন, 'ভারতে যদি কেউ সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন, তাঁরা হলেন মুসলিম। আমি এটা বলছি না, সরকারি তথ্য বলছে।'

বস্তুত, গত সপ্তাহে রাজস্থানে জনসভায় কংগ্রেসকে নিশানা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে এই দেশের সম্পদ ভাগ করে দেবে। তাঁর কথায়, 'কংগ্রেস ক্ষমতায় এলে মুসলমানদের মধ্যে জনগণের সম্পত্তি বণ্টন করে দেবে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার বলেছিল যে দেশের সম্পত্তিতে প্রথম অধিকার মুসলমানদের। এই শহুরে-নকশাল মানসিকতা আমার মা-বোনদের মঙ্গলসূত্রও ছাড়বে না।' 

মোদীর এই বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। কমিশন নোটিশও দিয়েছে বিজেপি-কে। 

'এই রকম ঘৃণা ছড়িয়ে কত দিন আপনি টিকে থাকবেন?'

Advertisement

ওয়েইসির অভিযোগ, ২০০২ সাল থেকে উনি (নরেন্দ্র মোদী) মুসলিম ও দলিত সমাজের মানুষের মধ্যে ভয় ছড়িয়ে যাচ্ছেন। তাঁর কথায়, 'সব নিউজপেপার লিখছে মোদীর গ্যারান্টি। ওই গ্যারান্টি আসলে, মুসলিম ও দলিত সমাজের বিরুদ্ধে ঘৃণা। এই রকম ঘৃণা ছড়িয়ে কত দিন আপনি টিকে থাকবেন? আমরাও এই দেশেরই নাগরিক।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement