কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি বাতিল করল INDIA জোট। 'ED-কে ব্যবহার করে বিভিন্ন সংস্থা থেকে টাকা তোলা হচ্ছে,' এমনই দাবি তুলেছে বিরোধী জোট। আর তার প্রতিবাদেই এদিন প্রতিবাদের ডাক দিয়েছিল 'ইন্ডিয়া'। কিন্তু আপাতত তা বাতিল করা হয়েছে।
প্রতিবাদ কর্মসূচি কেন বাতিল করা হল?
জানা গিয়েছে, আগামী ৩১ মার্চ ইন্ডিয়া জোটের মেগা সমাবেশ হওয়ার কথা। সেটা নিয়েই ব্যস্ত বিভিন্ন দলের নেতারা। জোরকদমে চলছে প্রস্তুতি। সেই কারণেই এদিনের কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
আগামী ৩১ মার্চ সমাবেশ
গত ২৪ মার্চ AAP নেতা এবং দিল্লির মন্ত্রী গোপাল রাই জানান, INDIA ব্লক আগামী ৩১ মার্চ রামলীলা ময়দানে 'দেশকে রক্ষা করতে' 'মহা সমাবেশ' করবে। দিল্লি আবগারি নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে ইন্ডিয়া জোটের সংবাদ সম্মেলনের সময়ে তিনি এই বিষয়ে জানান।
সম্মেলনের সময়, গোপাল রাই আরও জানিয়েছিলেন, 'যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে, তাতে দেশজুড়ে যাঁরা সংবিধানকে ভালবাসেন এবং সম্মান করেন, তাঁদের হৃদয়ে ক্ষোভের আগুন জ্বলছে। এটা শুধু অরবিন্দ কেজরিওয়ালেরই ইস্যু নয়। একে একে সমস্ত বিরোধীদের নিশ্চিহ্ন করার জন্য, প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করছেন। বিধায়কদের কিনছেন... হয় বিধায়কদের টাকা দিয়ে কেনা হচ্ছে, অথবা তাঁদের বিজেপিতে যোগ দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। যাঁরা মাথা নত করতে, বিক্রি হতে রাজি হচ্ছেন না, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে।'
দিল্লি কংগ্রেসের সভাপতি অরবিন্দর সিং লাভলিও এই বিষয়ে বলেন, কংগ্রেস ইন্ডিয়া জোটের বাকিদের পাশে আছে। তিনি আরও বলেন, 'গণতন্ত্র হুমকির মুখে। আমাদের নেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী গণতন্ত্র বাঁচাতে লড়াই করছেন।'