Advertisement

India Today Conclave East 2022 : 'আমি কাজ করি, কথা বেশি বলি না,' অভিষেক প্রসঙ্গে মেঘালয়ের মুখ্যমন্ত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, "সবাইকে ধন্যবাদ এখানে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য৷ এখনও ভোটের ৬ মাস বাকি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলবে। ২০১৮ সালে মানুষের ভোটে যারা ক্ষমতায় এল তারা কাজ করছে না। এই সরকার বিজেপির হাতের পুতুল হয়ে আছে।"

কনরাড সাংমা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2022,
  • अपडेटेड 5:04 PM IST
  • ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এর দ্বিতীয় দিন
  • উপস্থিত থাকলেন কনরাড সাংমা
  • জানুন কী কী বললেন তিনি

"অনেকেই অনেক কিছু বলতে পারেন, আমি কাজ করতে এসেছি।" মেঘালয় সরকার প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে এমনটাই বললেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা (Conrad Sangma)। India Today Conclave East 2022-এর মঞ্চে কনরাড সাংমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন,"অনেকেই অনেক কিছু বলতে পারেন, আমায় কেউ এই ধরনের প্রশ্ন করলে বলি অন্য কাউকে জিজ্ঞাসা করুন। আমি কাজ করতে এসেছি।"

সম্প্রতি মেঘালয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, "সবাইকে ধন্যবাদ এখানে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য৷ এখনও ভোটের ৬ মাস বাকি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলবে। ২০১৮ সালে মানুষের ভোটে যারা ক্ষমতায় এল তারা কাজ করছে না। এই সরকার বিজেপির হাতের পুতুল হয়ে আছে।" তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, "মেঘালয় দিল্লি বা গুজরাতের সামনে মাথা নিচু করবে না। উত্তর পূর্ব ভারত ভগবানের, শান্তির, সম্প্রীতির। বিজেপির একাধিক বড় বড় নেতা এসেছিল বাংলায়। আমরা তাঁদের জায়গা কোথায় তা দেখিয়ে দিয়েছি।" 

অন্যদিকে উত্তরপূর্ব ভারতের (North East India) উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে কনরাড সাংমা বলেন, "বিগত কয়েক বছরে, এনডিএ সরকারের আমলে উত্তরপূর্বে বিশেষ নজর দেওয়া হয়েছে। আমরা উপজাতীয় সম্প্রদায়ের জন্য বাজেট বরাদ্দ তিনগুণ করেছি। আমাদের অর্থনীতি এবং পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।" 

মেঘালয়ে বিজেপির সঙ্গে সরকার গড়লেও মণিপুরে একাই লড়েছে কনরাড সাংমার দল ন্যাশনাল পিপলস পার্টি (NPP)। এক্ষেত্রে বিজেপির সঙ্গে ন্যাশনাল পিপলস পার্টির সম্পর্ক কেমন, সেই সংক্রান্ত প্রশ্নের জবাবে কনরাড সাংমা বলেন, "নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে, আমরা নিজেদের শর্তে প্রতিদ্বন্দ্বিতা করি। আমার কখনওই আমাদের পরিচয়ের সঙ্গে আপোশ করি না। আর আমাদের এই ধরনের সিদ্ধান্তের জন্য বিজেপি (BJP) কখনও কখনও অখুশিও হয়।" 

Advertisement

আরও পড়ুন'ভারতীয় রাজনীতিতে মেরুকরণ হয়েছে, এটাই কঠিন বাস্তব' : সুস্মিতা দেব

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement