Advertisement

India Today Conclave East 2022 : 'কেন গ্রেফতার  করা হয়নি?', নুপূর শর্মা ইস্যুতে প্রশ্ন মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সঞ্চালককে প্রশ্ন করেন, "আপনি কি মনে করেন ন্যাশনাল প্ল্যাটফর্মে কারও নাম বলা উচিত? তাঁদের নাম এড়িয়ে চলাই ভাল। এটা একটা ষড়যন্ত্র এবং বিজেপির ঘৃণার রাজনীতি।" এর পরেই নুপুর শর্মা মন্তব্য প্রসঙ্গে মমতার প্রশ্ন, "কেন গ্রেফতার করাহ হয়নি তাঁকে?"

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2022,
  • अपडेटेड 4:34 PM IST
  • ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২
  • উপস্থিত থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • কথা বললেন বিভিন্ন বিষয়ে

"কেন গ্রেফতার  করা হয়নি নুপূর শর্মাকে?" ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এর (India Today Conclave East 2022) মঞ্চে এই প্রশ্নই তুললেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আলোচনা পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে নুপূর শর্মা (Nupur Sharma) ইস্যুতে প্রশ্ন করা হলে রীতিমতো বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। 

এদিন নুপূর শর্মা ইস্যুতে সাংবাদিক রাজদীপ সরদেশাই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রশ্ন করলে পালটা মমতা প্রশ্ন তোলেন, "আপনি কি মনে করেন ন্যাশনাল প্ল্যাটফর্মে কারও নাম বলা উচিত? তাঁদের নাম এড়িয়ে চলাই ভাল। এটা একটা ষড়যন্ত্র এবং বিজেপির ঘৃণার রাজনীতি।" এর পরেই নুপূর শর্মা মন্তব্য প্রসঙ্গে মমতার প্রশ্ন, "কেন গ্রেফতার করাহ হয়নি তাঁকে?" মুখ্যমন্ত্রী আরও বলেন, "এটাই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। বাংলাদেশের ফেক ভিডিও দেখিয়ে বলা হয়েছে, এটি পশ্চিমঙ্গের। সেই সময়ও তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়।" 

মমতা বন্দ্যোপাধ্যা আরও বলেন, "কেউ আগুন নিয়ে খেলতে পারেন না। কেন জাতপাতের রাজনীতি হবে? আমরা এতে বিশ্বাস করি না। আমরা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবার। আমরা সমস্ত ধর্মের।" 

প্রসঙ্গত সাম্প্রতিককালে নুপূর শর্মার একটি মন্তব্য ঘিরে রীতিমতো অশান্তির বাতাবরণ তৈরি হয় দেশের বিভিন্ন অংশে। সেই আঁচ পড়ে বাংলাতেও। এরাজ্যেরও কোনও কোনও জায়গায় ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন। যা নিয়ে এর আগেই উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখেও পড়তে হয় নুপূর শর্মাকে। এমনকি দেশবাসীর কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement