Advertisement

LAND SLIDES IN NORTH SIKKIM: ধসবিধ্বস্ত সিকিমে সাড়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার সেনার, এখনও আটকে অনেকে

লাগাতার বর্ষণে ধসে বিদ্ধস্ত নর্থ সিকিমের লাচেন, লাচুং, ইয়ুমথাংয়ে আটকে পড়া আড়াই হাজার পর্যটককে ধাপে ধাপে ফেরানোর প্রক্রিয়া শুরু করলো সিকিম প্রশাসন। মুখ্যমন্ত্রী প্রেমসিং লামার নির্দেশে প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। বর্ডার রোডস অর্গানাইজেশন এবং সেনাবাহিনীর জওয়ানেরাও হাত লাগিয়েছে উদ্ধারকার্যে। 

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Jun 2023,
  • अपडेटेड 5:13 PM IST
  • লাগাতার বর্ষণে ধসে বিদ্ধস্ত নর্থ সিকিমের লাচেন, লাচুং, ইয়ুমথাংয়ে আটকে পড়া আড়াই হাজার পর্যটককে ধাপে ধাপে ফেরানোর প্রক্রিয়া শুরু করলো সিকিম প্রশাসন।
  • মুখ্যমন্ত্রী প্রেমসিং লামার নির্দেশে প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।

লাগাতার বর্ষণে ধসে বিদ্ধস্ত নর্থ সিকিমের লাচেন, লাচুং, ইয়ুমথাংয়ে আটকে পড়া আড়াই হাজার পর্যটককে ধাপে ধাপে ফেরানোর প্রক্রিয়া শুরু করলো সিকিম প্রশাসন। মুখ্যমন্ত্রী প্রেমসিং লামার নির্দেশে প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। বর্ডার রোডস অর্গানাইজেশন এবং সেনাবাহিনীর জওয়ানেরাও হাত লাগিয়েছে উদ্ধারকার্যে। 

নতুন করে ধস নামায় আজ নর্থ সিকিমের পাশাপাশি ছাঙ্গু লেকেও পর্যটকদের পারমিট দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত, রাতভর অবিরাম বৃষ্টির জেরে। নর্থ সিকিমে বেড়াতে গিয়ে আটকে ছিলেন  প্রায় আড়াই হাজার পর্যটক পর্যটক। রাস্তার ওপর দিয়ে বইতে থাকে জল। ১০ নং জাতীয় সড়কে ধস। লাচুং, লাচেন, ইয়ুমথাংয়ের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ভারী বৃষ্টির জেরে পেগংয়ের কাছে ধস।

সিকিম জুড়ে প্রবল মুষলধারে বৃষ্টিপাত হয়েছিল। এর ফলস্বরূপ, উত্তর সিকিমের চুংথাং-এর কাছে ভূমিধস এবং একটি সেতু ভেসে যাওয়ার কারণে প্রায় সাড়ে ৩ হাজার পর্যটক আটকা পড়েছিলেন। ত্রিশক্তি কর্পস, ভারতীয় সেনাবাহিনী এবং বর্ডার রোডস অর্গানাইজেশনের সৈন্যরা কর্মে নেমেছে এবং পর্যটকদের উদ্ধারের সুবিধার্থে আকস্মিক বন্যা এলাকায় একটি অস্থায়ী ক্রসিং তৈরি করতে ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় রাতভর কাজ করেছে। পর্যটকদের নদী পার হতে সাহায্য করা হয়েছিল এবং গরম খাবার, তাঁবু এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছিল।
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement