চলছে আনলক ৫.০ পর্ব। এবার ভারতীয় রেল ঘোষণা করল নতুন নিয়ম। ১০ অক্টোবর থেকে ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত বাতিল করা যাবে ট্রেনের টিকেট। শনিবার থেকেই কার্যকর হবে এই নয়া নিয়ম।
আগে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে, দ্বিতীয়বার রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হত। মার্চ মাস থেকে বন্ধ করা হয়েছে এই নিয়ম। করোনা পরিস্থিতিতে ট্রেন ছাড়ার দু'ঘণ্টা আগে তৈরি করা হচ্ছিল রিজার্ভেশন চার্ট।
ভারতীয় রেলের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, জোনাল রেলের অনুরোধ রাখতেই সব রেল যাত্রী সুবিধার জন্য পুরো বিষয়টি ভালো করে বিচার করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃতীয় রিজার্ভেশন চার্টটি ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের আধঘন্টা আগে তৈরি হবে। একই সঙ্গে অনলাইনে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার বিষয়েও আনা হচ্ছে কিছু বদল। এবার থেকে সেকেন্ড চার্ট তৈরি করা পর্যন্ত রেলের টিকিট কাটা যাবে। ১০ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
রেলের তরফ থেকে জানানো হয়েছে, শীঘ্রই আরও কিছু স্পেশাল ট্রেনের পরিষেবা চালু করা হবে। বর্তমানে বিভিন্ন জোনে ৩৯ টি স্পেশাল ট্রেন চালানোর ছাড়পত্র পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত, উৎসবের সময়কালে উপলক্ষে ২০০ টির বেশি ট্রেন চালাবে ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফ থেকে পুনরায় অনেক ট্রেন চালানো শুরু হলেও, জারি থাকছে একাধিক বিধি-নিষেধ। যাত্রীদের মেনে চলতে হবে সমস্ত নিয়মাবলী।