NDA-এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়। ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি এদিন সাংবাদিক বৈঠক করে বলেন, 'ধনখড়কে আমরা NDA প্রার্থী হিসেবে তুলে ধরছি। আমি আশা করব, তিনি দলমত নির্বিশেষ সবার সমর্থন পাবেন।'
নাড্ডা এদিন সাংবাদিক বৈঠক থেকে আরও বলেন, 'ধনখড়কে আমরা NDA প্রার্থী হিসেবে তুলে ধরছি। আমি আশা করব, তিনি দলমত নির্বিশেষে সবার সমর্থন পাবেন। ভারতীয় জনতা পার্টি ও এনডিএ সদস্যরা উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনকড়ের নাম প্রস্তাব করছেন। আমরা সবাই জানি যে, ধনকড়জি এখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তিনি ৩০ বছর ধরে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। তিনি কৃষক সন্তান। অনেক প্রতিবন্ধকতা জয় করে এই জায়গায় এসেছেন। দেশের সেবা করার বিষয়ে কোনওদিন আপোষ করেননি।'
আরও পড়ুন : বাড়ছে Corona, ২১-এর সভা হোক ভার্চুয়ালি; হাইকোর্টে জনস্বার্থ মামলা
বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও বলেন, 'গ্রামের স্কুলের পর সৈনিক স্কুলে লেখাপড়া করেছেন ধনখড়। তিনি ফাস্ট জেনারেশনের একজন উকিল। খুব অল্প সময়ে রাজস্থান হাইকোর্টে নিজের কর্মদক্ষতার পরিচয় রেখেছেন। একইভাবে সুপ্রিম কোর্টেও তিনি নিজের কাজের জন্য খ্যাতি পেয়েছেন। তিনি ২০১৯ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে কাজ শুরু করেন।'
জগদীপ ধনখড়ের নাম ঘোষণার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট, 'কৃষকের ছেলে জগদীপ ধনখড় নম্র ও বিনয়ী স্বভাবের জন্য পরিচিত। তিনি সংবিধান সম্পর্কে সচেতন। আইনসভার কার্যাবলী সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখেন। তিনি গভর্নর। তিনি সর্বদা কৃষক, যুব, মহিলা এবং সুবিধাবঞ্চিতদের উন্নতির জন্য কাজ করেছেন। তিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ায় খুশি। আমি নিশ্চিত যে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।'
গতকাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে আজ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একান্ত বৈঠক সারেন। তারপর থেকেই জল্পনা শুরু হয়। অনেকেই বলাবলি শুরু করেন, ধনকড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করতে পারে বিজেপি। আর সেই জল্পনাই সত্যি হল।