Advertisement

সোপোরে ফের জঙ্গি হামলা, PSO সহ ২ জনের মৃত্যু

বিডিসির চেয়ারাপার্সন ফরিদা খানের ওপরে হামলা চালায় জঙ্গিরা। ঘটনার জেরে এলেকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তবে ঠিক কতজন জঙ্গি ছিল সেই বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। জঙ্গিরা এলাকাতেই লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকা ঘিরে ফেলে জঙ্গিজের খোঁজে তল্লাশি শুরু করেছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। 

সোপোরে ফের জঙ্গি হামলা (ফাইল ছবি)
Aajtak Bangla
  • জম্মুকাশ্মীর,
  • 29 Mar 2021,
  • अपडेटेड 3:42 PM IST
  • জম্মুকাশ্মীরের সোপোরে জঙ্গি হামলা
  • ১ পিএসও সহ ২ জনের মৃত্যু
  • আহত বিডিসির চেয়ারপার্সন

জম্মুকাশ্মীরের (Jammu Kashmir) সোপোরে ফের জঙ্গি হামলা। এবার হামলা হল বিডিসির চেয়ারাপার্সন ফরিদা খানের ওপরে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ফরিদা খান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে এক পিএসও সহ মোট ২ জনের। এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। 

জানা গিয়েছে এদিন বিডিসির চেয়ারাপার্সন ফরিদা খানের ওপরে হামলা চালায় জঙ্গিরা। ঘটনার জেরে এলেকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তবে ঠিক কতজন জঙ্গি ছিল সেই বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। জঙ্গিরা এলাকাতেই লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকা ঘিরে ফেলে জঙ্গিজের খোঁজে তল্লাশি শুরু করেছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। 

সম্প্রতি জম্মুকাশ্মীরের সোপোরে আরও একটি জঙ্গি হামলার ঘটনা ঘটে। থানায় গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় মোট ২ জন পুলিশ কর্মী আহত হন। সেই ঘটনার পরেও এলাকা ঘিরে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। একইভাবে এদিনও শুরু হয়েছে তল্লাশি। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি খতম বা ধরা পড়ার খবর পাওয়া যায়নি।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement