Advertisement

Kejriwal Arrest: 'BJP-তে যোগ দিন, না হলে গ্রেফতার, হুমকি পেয়েছি,' বিস্ফোরক দাবি AAP-এর অতীশির

'BJP-তে যোগ না দিলে জেলে যান বলে হুমকি আসছে,' দাবি করলেন অতীশি। এক সাংবাদিক সম্মলনে এমনটা বললেন দিল্লি সরকারের মন্ত্রী। তিনি দাবি করেন, 'আমার কাছে একজনের মাধ্যমে BJP-তে যোগদানের প্রস্তাব পাঠানো হয়েছিল।'

বিস্ফোরক দাবি অতীশির
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Apr 2024,
  • अपडेटेड 11:06 AM IST
  • 'BJP-তে যোগ না দিলে জেলে যান বলে হুমকি আসছে,' দাবি করলেন অতীশি। এক সাংবাদিক সম্মলনে এমনটা বললেন দিল্লি সরকারের মন্ত্রী।
  • তিনি দাবি করেন, 'আমার কাছে একজনের মাধ্যমে BJP-তে যোগদানের প্রস্তাব পাঠানো হয়েছিল। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকজন AAP নেতাকে গ্রেফতার করা হবে।
  • অতীশি বলেন, 'প্রধানমন্ত্রী এবং বিজেপি ঠিকই করে ফেলেছে যে, আম আদমি পার্টি এবং তাদের সমস্ত নেতাদের নির্মূল করতে হবে।'

'BJP-তে যোগ না দিলে জেলে যান বলে হুমকি আসছে,' দাবি করলেন অতীশি। এক সাংবাদিক সম্মলনে এমনটা বললেন দিল্লি সরকারের মন্ত্রী। তিনি দাবি করেন, 'আমার কাছে একজনের মাধ্যমে BJP-তে যোগদানের প্রস্তাব পাঠানো হয়েছিল। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকজন AAP নেতাকে গ্রেফতার করা হবে। অতীশি বলেন, 'প্রধানমন্ত্রী এবং বিজেপি ঠিকই করে ফেলেছে যে, আম আদমি পার্টি এবং তাদের সমস্ত নেতাদের নির্মূল করতে হবে।'

অতীশি বলেন, 'আম আদমি পার্টির সিনিয়র নেতৃত্ব এখন হেফাজতে আছেন। কিন্তু রবিবার রামলীলা ময়দানে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। তারপর রাজপথে আম আদমি পার্টির আন্দোলন দেখে ভয় পেয়েছে বিজেপি। আর তাই তারা ঠিক করেছে, এরপর আরও চার বড় নেতাদের জেলে পাঠানো হবে। আগামী দিনে আমার ব্যক্তিগত বাসভবনে ইডি অভিযান চালাবে। আমার আত্মীয়-স্বজনদের বাড়িতেও অভিযান চালানো হবে। আমাদের সবার কাছে সমন পাঠানো হবে এবং তারপর আমাদের গ্রেফতার করা হবে।'

'গ্রেফতার করা হবে চার নেতাকে'

অতীশি বলেন, বিজেপি আগামী দুই মাসের মধ্যে, লোকসভার আগে আম আদমি পার্টির আরও চার নেতাকে গ্রেফতার করতে চায়। তিনি বলেন,'আমাকে, সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক এবং রাঘব চাড্ডাকে গ্রেফতার করা হবে। আমাদের সবাইকে জেলে রাখার পরিকল্পনা করা হচ্ছে।'

বিজেপিকে আক্রমণ করে অতীশি বলেন, 'আজ আমি ভারতীয় জনতা পার্টিকে বলতে চাই, আমরা আপনাদের হুমকিতে ভয় পাই না। আমরা ভগত সিংয়ের শিষ্য, কেজরিওয়ালের সৈনিক। আম আদমি পার্টির প্রত্যেক কর্মীর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা অরবিন্দ কেজরিওয়ালজির নেতৃত্বে এই দেশকে বাঁচাতে কাজ করে যাব। আপনি যদি একজন বিধায়ক বা মানুষকে জেলে বন্দী করেন, তাঁর জায়গায় আরও ১০ জন লড়তে এগিয়ে আসবেন।'

'ইডি ইচ্ছাকৃতভাবে আমার এবং সৌরভের নাম নিয়েছে'

ইডি তাঁর নাম উল্লেখ করার বিষয়ে অতীশি বলেন, 'একটি বিবৃতির ভিত্তিতে গতকাল ইডি আদালতে সৌরভ ভরদ্বাজ এবং আমার নাম নিয়েছিল। এই বিবৃতি ইডি এবং সিবিআই-এর কাছে দেড় বছর ধরে ছিল। এই বিবৃতি সিবিআই এবং ইডি-র চার্জশিটে আছে। তাই এই বিবৃতি টেনে আনার কী দরকার ছিল?'

Advertisement

২১শে মার্চ গ্রেফতার করা হয়

দিল্লির মদ কেলেঙ্কারিতেও জড়িয়ে পড়েছেন কেজরিওয়াল। এই কেলেঙ্কারিতে তাঁর ভূমিকার তদন্ত করতে ইডি কেজরিওয়ালকে ৯টি সমন জারি করেছিল। গত বছরের ২ নভেম্বর প্রথম সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু কেজরিওয়াল কোনও সমনেই হাজিরা দেননি। গত ২১ মার্চ কেজরিওয়াল হাইকোর্টে গ্রেফতারি থেকে মুক্তির আবেদন করেছিলেন। হাইকোর্ট তা খারিজ করে দেয়। এর পর, সেই দিনই সন্ধ্যা ৭টায়, ইডি-র টিম দশম সমন নিয়ে কেজরিওয়ালের বাসভবনে পৌঁছায়। কেজরিওয়ালকে দুই ঘণ্টা জেরা করেছিল ইডি টিম। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।

কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী যাঁকে পদে থাকাকালীন গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরের দিন, রাউজ অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে ২৮ মার্চ পর্যন্ত ইডি রিমান্ডে পাঠায়। ২৮ মার্চ, আদালত কেজরিওয়ালকে ১ এপ্রিল পর্যন্ত রিমান্ডে পাঠিয়েছিল। এরপর গতকাল, সোমবার রাউজ অ্যাভিনিউ আদালত কেজরিওয়ালকে ১৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement