Advertisement

Kangana Ranaut Slapping: কঙ্গনাকে কেন থাপ্পড় মারলেন? উত্তর দিলেন CISF-এর মহিলা জওয়ান

চণ্ডীগড় বিমানবন্দরে বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। চড় মারার অভিযোগে CISF জওয়ানের ভিডিও সামনে এসেছে। এই ভিডিওতে মহিলা সিআইএসএফ কর্মী (কুলবিন্দর কৌর) যা বলছেন তা থেকে স্পষ্টভাবে দৃশ্যমান যে, তিনি কৃষকদের আন্দোলন সম্পর্কে কঙ্গনা রানাওয়াতের পুরানো বক্তব্যে খুব অসন্তুষ্ট ছিলেন।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 06 Jun 2024,
  • अपडेटेड 7:49 PM IST
  • চণ্ডীগড় বিমানবন্দরে বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে।
  • চড় মারার অভিযোগে CISF জওয়ানের ভিডিও সামনে এসেছে। এই ভিডিওতে মহিলা সিআইএসএফ কর্মী (কুলবিন্দর কৌর) যা বলছেন তা থেকে স্পষ্টভাবে দৃশ্যমান যে, তিনি কৃষকদের আন্দোলন সম্পর্কে কঙ্গনা রানাওয়াতের পুরানো বক্তব্যে খুব অসন্তুষ্ট ছিলেন।

চণ্ডীগড় বিমানবন্দরে বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। চড় মারার অভিযোগে CISF জওয়ানের ভিডিও সামনে এসেছে। এই ভিডিওতে মহিলা সিআইএসএফ কর্মী (কুলবিন্দর কৌর) যা বলছেন তা থেকে স্পষ্টভাবে দৃশ্যমান যে, তিনি কৃষকদের আন্দোলন সম্পর্কে কঙ্গনা রানাওয়াতের পুরানো বক্তব্যে খুব অসন্তুষ্ট ছিলেন।

যে ভিডিওটি সামনে এসেছে তাতে এই সিআইএসএফ জওয়ানকে বলতে দেখা যাচ্ছে, 'তিনি বলেছিলেন যে মহিলারা কৃষকদের আন্দোলনে প্রতিটি ১০০ টাকা দিয়ে বসতেন। আমার মাও সেখানে ছিলেন।'

সদ্য জয়ী বিজেপি প্রার্থী ও অভিনেত্রী কঙ্গনার অভিযোগে জানা গেছে, যে তিনি চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছেছিলেন। তাঁকে ফ্লাইটে দিল্লি আসতে হয়েছে। নিরাপত্তা চেক-ইন করার পর যখন তিনি বোর্ডিং করতে যাচ্ছিলেন। তখন এলসিটি কুলবিন্দর কৌর (সিআইএসএফ ইউনিট চণ্ডীগড় বিমানবন্দর) তাঁকে চড় মারেন। এরপর কঙ্গনা রানাওয়াতের সঙ্গে থাকা মায়াঙ্ক মধুর কুলবিন্দর কৌরকে চড় মারার চেষ্টা করেন। ইতিমধ্যেই অভিযুক্ত সিআইএসএফ কর্মীদের হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযুক্ত সিআইএসএফ কর্মী সাসপেন্ড 
ইতিমধ্যেই অভিযুক্ত ওই সিআইএসএফ মহিলা কর্মচারীকে সাসপেন্ড করা হয়েছে। এবং তাঁর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার প্রস্তুতি চলছে। 

এ বিষয়ে কী বললেন কঙ্গনা?
বিজেপি সাংসদ ভিডিও প্রকাশ করেছেন এবং পুরো ঘটনার তথ্য দিয়েছেন। তিনি বলেন, 'আমি নিরাপদে আছি। চণ্ডীগড় বিমানবন্দরে আজ যে ঘটনাটি ঘটেছে তা নিরাপত্তা তল্লাশির সময় ঘটেছে। সিকিউরিটি চেক করার পর যখন আমি এগিয়ে গেলাম, তখন অন্য কেবিনে থাকা মহিলা সিআইএসএফ কর্মীরা আমার সামনে এসে ক্রস করার জন্য অপেক্ষা করছিল, তারপর পাশ থেকে এসে আমাকে আঘাত করল এবং গালাগালও করল। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন সে এটা করল, তারপর সে বলল যে সে তার প্রতিবাদকে সমর্থন করে। আমার উদ্বেগ হল পাঞ্জাবে যে সন্ত্রাস ও চরমপন্থা বাড়ছে তা কীভাবে সামলানো হচ্ছে।'

Advertisement

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন কঙ্গনা। তিনি হিমাচল প্রদেশের মণ্ডী লোকসভা কেন্দ্রের সদ্যনির্বাচিত প্রার্থী। বিকেল ৩টে নাগাদ বিস্তারার বিমানে ওঠার কথা ছিল তাঁর। সেখানেই নিরাপত্তাজনিত কারণে তল্লাশির সময়ে ওই নিরাপত্তারক্ষীর সঙ্গে অভিনেত্রীর বচসা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, বিমানবন্দরে তল্লাশির সময়ে নিজের মোবাইল ফোনটি নির্দিষ্ট ট্রে-তে রাখতে রাজি হননি কঙ্গনা। তাতে আপত্তি করেন নিরাপত্তারক্ষী। তিনি অভিনেত্রীকে জানান, বিমানবন্দরের নিরাপত্তার নিয়ম অনুযায়ী, মোবাইল ওই ট্রে-তে রাখতে হবে। তার জেরেই ঝামেলা শুরু হয়। বিমানবন্দরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কঙ্গনা ওই মহিলা নিরাপত্তারক্ষীকে ধাক্কা মারেন। এর পরেই ওই রক্ষী তাঁকে চড় মারেন বলে অভিযোগ।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement