Advertisement

Karn Kavach System: রাইফেল থেকে হেলমেট, Karn Kavach System-এ কী কী বদল সেনায়

Karn Kavach System: আগামী কয়েক বছরের মধ্যে আমূল বদল আসতে চলেছে ভারতীয় সেনাতে। এখন ব্যবহার করা প্রযুক্তি, হেলমেট, রাইফেল থেকে শুরু করে মিলিটারি ভেহিক্যালেও বদল আসবে। Karn Kavach System তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। এই প্রযুক্তিতে যেমন অত্যাধুনিক অস্ত্র ভারতীয় সেনার হাতে থাকবে, তেমনই শরীরে থাকবে সুরক্ষিত বুলেট প্রুফ জ্যাকেট।

নয়া রূপে দেখা যাবে
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 21 Oct 2022,
  • अपडेटेड 2:11 PM IST
  • রাইফেল থেকে হেলমেট
  • Karn Kavach System-এ কী কী বদল হবে ভারতীয় সেনায়
  • জানুন বিস্তারিত তথ্য

Karn Kavach System: আগামী কয়েক বছরের মধ্যে আমূল বদল আসতে চলেছে ভারতীয় সেনাতে। এখন ব্যবহার করা প্রযুক্তি, হেলমেট, রাইফেল থেকে শুরু করে মিলিটারি ভেহিক্যালেও বদল আসবে। Karn Kavach System তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। এই প্রযুক্তিতে যেমন অত্যাধুনিক অস্ত্র ভারতীয় সেনার হাতে থাকবে, তেমনই শরীরে থাকবে সুরক্ষিত বুলেট প্রুফ জ্যাকেট। এর পাশাপাশি আধুনিক মিলিটারি হেলমেটের পাশাপাশি নয়া সাঁজোয়া গাড়িও দেখা যাবে ভারতীয় সেনাতে। 

AK-203 রাইফেল

এই প্রযুক্তিতে প্রথমে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে AK-203 র মতো অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল। AK-203 অ্যাসল্ট রাইফেল হল AK সিরিজের একটি অত্যাধুনিক প্রাণঘাতী রাইফেল। ইন্দো-রাশিয়া রাইফেলস প্রাইভেট লিমিটেড (IRRPL)-নামে একটি সংস্থা এটি তৈরি করছে। বর্তমানে ভারতীয় সেনার হাতে বেশি INSAS রাইফেল দেখা যায়। এই রাইফেল ঘিরে অনেক অভিযোগ রয়েছে। নয়া AK-203 রাইফেল INSAS অনেক শক্তিশালী। ছোট এবং হাল্কা হওয়ায় বহনেও সমস্যা হয় না। এর ওজন ৩.৮ কেজি। লম্বায় ৭০৫ মিমি। এর ফলে ব্যবহার করা অনেক সহজ হবে। 

SIG 716i রাইফেল

এর পাশাপাশি আরেকটি অত্যাধুনিক রাইফেল SIG 716i সেমি-অটোমেটিক বন্দুকও সেনার হাতে দেখা যাবে। এটি একপ্রকার সেমি-অটোমেটিক রাইফেল। এতে ৭.৬২x৫১mm বুলেট লাগে। অর্থাৎ AK-203 রাইফেলের বুলেটের মতো এই বন্দুকের বুলেটও প্রাণঘাতী। এই রাইফেলটি ২০২০ সালে বিশ্বের সেরা ১০ AR-10 রাইফেলের তালিকায় ছিল। এতে রয়েছে শর্ট স্ট্রোক পিস্টন এবং রোটেটিং বোল্ট প্রযুক্তি। এর ফায়ারিং রেঞ্জ ৫০০ মিটার। এটিতে ১০ থেকে ৩০ রাউন্ডের ম্যাগাজিন লাগানো যায়। AK-203 এর মতোই এতে আয়রন সাইট ইনস্টল করা যেতে পারে। এর ফলে ব্যবহার করা সেনার অনেক সুবিধা হবে।

Advertisement

IW NG-7 GPMG মেশিনগান

অ্যাসল্ট রাইফেলের পাশাপাশি IW NG-7 GPMG এর মতো হালকা মেশিনগানও তুলে দেওয়া হবে ভারতীয় সেনার হাতে। বিশ্বের অন্যতম বিশ্বস্ত মেশিনগান এটি। IW NG-7 GPMG ইসরাইল তৈরি করেছে। ১৯৯৭ সাল থেকে ক্রমাগত ব্যবহার করা হচ্ছে। এর এক একটি ম্যাগাজিনে এক মিনিটে ৭০০ গুলি চলতে পারে। বুলেট প্রতি সেকেন্ডে ৮৬০ মিটার গতিতে চলে। এর পরিসীমা ১২০০ মিটার। এই মেশিনগানেও প্রয়োজন মচো আয়রন সাইট ব্যবহার করা যেতে পারে। 

MKU ACH  বুলেটপ্রুফ হেলমেট

MKU ACH এক ধরনের বুলেটপ্রুফ হেলমেট। এটি ভারতীয় সেনার হাতে আগামী দিনে তুলে দেওয়া হবে। এর ওজন ১ থেকে দেড় কেজি পর্যন্ত। অর্থাৎ মাথার মাপ অনুযায়ী হেলমেটের আকার ও ওজন তৈরি হয়েছে। যে কোনও রাইফেলের পয়েন্ট ৪৫ ক্যালিবারের বুলেট, পিস্তল এবং ৩৫৭ সিগ এফএমজে এফএন, ৪৪ ম্যাগনাম, ৯ মিমি এফএমজে এর মতো গুলিও এই হেলমেট ভাঙতে পারবে না এছাড়াও, বোমা-মর্টারের বিস্ফোরণ থেকেও রক্ষা করবে এটি। 

IRDE BEL laser dazzler লেজার

IRDE BEL laser dazzler এটি একটি বিশেষ ধরনের লেজার যা উদ্ধার অভিযান এবং আক্রমণের জন্য ব্যবহার করা যেতে পারে।  এর রেঞ্জ কয়েক কিলোমিটার পর্যন্ত। এটি একটি সতর্কতা দিতেও ব্যবহার করা যেতে পারে। এছাড়াও লেজার দ্বারা লেজার গাইডেড মিসাইল বা বোমা ফায়ার করার জন্য ব্যবহার করা যায়।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement