Advertisement

Karnataka Exit Poll 2023 : ৬-এর মধ্যে ৫ এক্সিট পোলে এগিয়ে কংগ্রেস, BJP ১টিতে; জানুন Poll of Polls

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল। এখনও পর্যন্ত ৬টি এক্সিট পোলের মধ্যে ৫টি-তেই কংগ্রেস সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে। শুধু মাত্র একটি বুথ ফেরৎ সমীক্ষাতেই বৃহত্তম দল হয়েছে বিজেপি। একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল। 

কর্ণাটক নির্বাচনের এক্সিট পোল
Aajtak Bangla
  • কর্ণাটক ,
  • 10 May 2023,
  • अपडेटेड 8:54 PM IST
  • কর্ণাটকের ভোটগ্রহণ সম্পন্ন
  • প্রকাশ্যে বুথ ফেরত সমীক্ষা
  • ১৩ মে ফলাফল

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল। এখনও পর্যন্ত ৬টি এক্সিট পোলের মধ্যে ৫টি-তেই কংগ্রেস সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে। শুধু মাত্র একটি বুথ ফেরৎ সমীক্ষাতেই বৃহত্তম দল হয়েছে বিজেপি। একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল। 

ইন্ডিয়া টুডে - অ্যাক্সিস মাই ইন্ডিয়া
বিজেপি - ৬২ থেকে ৮০ আসন
কংগ্রেস - ১২২ থেকে ১৪০ আসন
জেডিএস - ২০ থেকে ২৫ আসন
অন্যান্য - ০ থেকে ৩ আসন

জন কি বাত
বিজেপি - ৯৪ থেকে ১১৭ আসন
কংগ্রেস - ৯১ থেকে ১০৬ আসন
জেডিএস - ১৪ থেকে ২৪ আসন
অন্যান্য - ০ থেকে ২ আসন

ম্যাট্রিক্স
বিজেপি - ৭৯ থেকে ৯৪ আসন
কংগ্রেস - ১০৩ থেকে ১১৮ আসন
জেডিএস - ২৫ থেকে ৩৩ আসন
অন্যান্য - ২ থেকে ৫ আসন

PMARQ
বিজেপি - ৮৫ থেকে ১০০ আসন
কংগ্রেস - ৯৪ থেকে ১০৮ আসন
জেডিএস - ২৪ থেকে ৩২ আসন
অন্যান্য - ২ থেকে ৬ আসন

সি-ভোটার
বিজেপি - ৬৬ থেকে ৮৬ আসন
কংগ্রেস - ৮১ থেকে ১০১ আসন
ডেজিএস - ২০ থেকে ২৭ আসন
অন্যান্য - ০ থেকে ৩ আসন

পোলস্ট্রেট
বিজেপি - ৮৮ থেকে ৯৮ আসন
কংগ্রেস - ৯৯ থেকে ১০৯ আসন
জেডিএস - ২১ থেকে ২৬ আসন
অন্যান্য - ০ থেকে ৪ আসন

প্রসঙ্গত, রাজ্যের ২২৪ টি বিধানসভা আসনে লড়াই করছেন মোট ২,৬১৫ জন প্রার্থী। ক্ষমতাসীন বিজেপি ২২৪ টি আসনেই তাদের প্রার্থী দিয়েছে। প্রধান বিরোধী কংগ্রেস প্রার্থী দিয়েছে ২২৩ আসনে।মেলুকোট আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস । অন্যদিকে, কিংমেকার হওয়ার আশায় ২০৭টি আসনে প্রার্থী দিয়েছে JD(S)। আম আদমি পার্টি (AAP) লড়াই করছে ২০৯টি আসনে। আর ১৩৩টি আসনে প্রার্থী দিয়েছে বিএসপি। 

Advertisement

আরও পড়ুন - Live Updates : মহারাষ্ট্র-কর্ণাটকও দখলে রাখতে পারে কংগ্রেস, ২৮ আসন জয়ের সম্ভাবনা

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement