Advertisement

Wayanad By-Election: জামাত-এর সমর্থনে ওয়েনাডে লড়ছেন প্রিয়াঙ্কা, কেরলে গুরুতর দাবি CPM-র বিজয়নের

লোকসভা উপনির্বাচনের আগে কেরালার ওয়েনাড়ে সরগরম রাজনীতি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভঢ়রাকে নিয়ে বিস্ফোরক দাবি করেন। তাঁর অভিযোগ কংগ্রেস রাজনৈতিক ইসলামী সংগঠন জামায়াতে ইসলামীর সমর্থনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

প্রিয়াঙ্কা গান্ধী-পিনারাই বিজয়
Aajtak Bangla
  • তিরুবন্তপুরম,
  • 08 Nov 2024,
  • अपडेटेड 11:06 AM IST

লোকসভা উপনির্বাচনের আগে কেরালার ওয়েনাডে সরগরম রাজনীতি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভঢ়রাকে নিয়ে বিস্ফোরক দাবি করেন। তাঁর অভিযোগ কংগ্রেস রাজনৈতিক ইসলামী সংগঠন জামাত-ই-ইসলামীর সমর্থনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে এই দাবি করেন বিজয়ন। পাশাপাশি, ওয়েনাড উপনির্বাচন "কংগ্রেস দলের ধর্মনিরপেক্ষ মুখোশ সম্পূর্ণরূপে উন্মোচিত করেছে", বলেও দাবি করেন।

তিনি প্রশ্ন তোলেন, "প্রিয়াঙ্কা গান্ধী সেখানে জামাত-ই-ইসলামীর সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাহলে, কংগ্রেসের অবস্থান ঠিক কী? আমাদের দেশ জামাত-ই-ইসলামীর সঙ্গে অপরিচিত নয়। সেই সংগঠনের আদর্শ কি গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে মিলে যায়?"

মুখ্যমন্ত্রীর মন্তব্যটি করেন জামাত-ই-ইসলামীর সঙ্গে যুক্ত একটি রাজনৈতিক সংগঠন ওয়েলফেয়ার পার্টি প্রিয়াঙ্কা গান্ধীকে সমর্থন করার পরে। সিপিআই(এম) এর সত্যান মোকেরি এবং বিজেপির নব্য হরিদাসের প্রতিপক্ষ প্রিয়াঙ্কা।

সিপিআই(এম) নেতা আরও বলেন, “জামাত দেশ বা গণতন্ত্রকে গুরুত্বপূর্ণ মনে করে না। কল্যাণমূলক দল গঠন করা এবং একটি রাজনৈতিক দল হিসাবে কাজ করা একটি আবরণ।” 

সম্প্রতি জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করে বিজয়ন অভিযোগ করেছেন, জামাত-ই-ইসলামীর সেখানে তিন বা চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছিল, কিন্তু লক্ষ্য ছিল সিপিআই(এম) নেতা মহম্মদ ইউসুফ তারিগামিকে পরাজিত করা।

বিজয়ন আরও বলেন, “বিজেপি এই উদ্দেশ্য ভাগ করেছে। যাইহোক, চরমপন্থী এবং বিজেপির এই জোট সত্ত্বেও, মানুষ তারিগামিকে বেছে নিয়েছিল।"

আক্রমণ অব্যাহত রেখে তিনি আরও বলেন, “এখানকার জামাত-ই-ইসলামী বলছে ওখানকার জামাত-ই-ইসলামী আলাদা। জামাত-ই-ইসলামীর একটাই নীতি। তারা কোনও গণতান্ত্রিক শাসনব্যবস্থা মেনে নেয় না। এটাই তাদের আদর্শ। এখন মনে হচ্ছে তারা ইউডিএফকে সাহায্য করতে চায়।”

বিজয়ন প্রশ্ন তোলেন, "যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়ায় তাদের কি সব ধরনের সাম্প্রদায়িকতার বিরোধিতা করা উচিত নয়? কংগ্রেস কি জামাত-ই-ইসলামীর ভোটকে না বলতে পারবে?"

Advertisement

রাহুল গান্ধীর বিকল্প আসন আমেঠি বেছে নেওয়ার পর ওয়েনাড় উপ-নির্বাচন ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement