অসুস্থতার জন্য দিল্লির এইমস (AIIMS Delhi) হাসপাতালে ভর্তি রয়েছেন আরজেডি প্রধান তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। রবিবার সিসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। এরই মাঝে তাঁর বড় ছেলে তেজ প্রতাপ দিল্লি এইমসে শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও শোনায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। লালুর পুত্র তথা বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তেজ প্রতাপ ট্যুইট করে বলেন, 'বাবাকে হাসপাতালে শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও শোনায় বাধা দেওয়া হয়েছে। বাবা গীতা পাঠ করতে ও শুনতে খুব পছন্দ করেন। যে অজ্ঞ তাঁকে গীতা পাঠে বাধা দিয়েছে, সে জানে না যে তাকে এই মহাপাপের মূল্য এই জন্মেই চোকাতে হবে।'
এর আগে লালু যাদবের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তেজ প্রতাপ যাদব (Tej Pratap Yadav) আবেগঘন টুইট করেন। তিনি লেখেন, 'বাবা, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুন... আপনি থাকলে, সব আছে... প্রভু, আমি তোমার আশ্রয়ে আছি, ততক্ষণ থাকব, যতক্ষণ না বাবা বাড়ি ফিরে আসেন...আমি শুধু বাবাকে চাই আর আর কিছু না...রাজনীতি বা অন্য কিছু না...শুধু আমার বাবা...।'
অন্যদিকে লালু যাদবের বড় মেয়ে মিসা ভারতী বলেন, 'নিজের মনোবল এবং আপনাদের প্রার্থনার কারণে লালু যাদবের অবস্থা এখন অনেক ভাল। দয়া করে গুজবে কান দেবেন না। প্রার্থনায় লালু যাদবকে মনে রাখবেন।' প্রসঙ্গত, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন লালু যাদব। যার জেরে তাঁর ডান কাঁধ ভেঙ্গে যায় এবং কোমরেও চোট লাগে। এর আগে একটি ট্যুইটে মিসা ভারতী লালু যাদবের ছবি শেয়ার করেছিলেন। ছবিতে লালু প্রসাদের স্বাস্থ্য আগের চেয়ে ভাল দেখা গেছে এবং তাঁকে চেয়ারে বসে থাকতে দেখা গেছে।
আরও পড়ুন - সকালে ফুরফুরে মেজাজ চান? এই ৫ টিপস মেনে রাতে ঘুমোন
আরও পড়ুন - ২০ বছর ধরে পিরিয়ড হচ্ছে এই যুবকের, কাহিনি জানলে চোখ কপালে উঠবে