Advertisement

Women's Reservation Bill: ৪৫৪ সাংসদের সমর্থনে লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল, বিপক্ষেও পড়ল ভোট

Women's Reservation Bill Passed: লোকসভায় পাশ হল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল। এর মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণ করা হবে।  ঐকমত্যের অভাবে গত ২৭ বছর ধরে ঝুলে আছে এই বিল। অবশেষে সেই বিল সমর্থন পেয়ে পাশ করল। বিলটি এবার রাজ্যসভায় যাবে। বুধবার সকাল ১১টায় লোকসভায় বিলের বিষয়ে আলোচনা শুরু হয়।

লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Sep 2023,
  • अपडेटेड 8:09 PM IST
  • লোকসভায় পাশ হল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল। এর মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণ করা হবে।
  • অবশেষে সেই বিল সমর্থন পেয়ে পাশ করল। বিলটি এবার রাজ্যসভায় যাবে। বুধবার সকাল ১১টায় লোকসভায় বিলের বিষয়ে আলোচনা শুরু হয়।
  • মহিলা সংরক্ষণ বিল পাসের জন্য দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিল। তবে বিরোধীরাও সকলেই প্রায় এই বিলের সমর্থনে ভোট দিয়েছেন।

Women's Reservation Bill Passed: লোকসভায় পাশ হল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল। এর মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণ করা হবে।  ঐকমত্যের অভাবে গত ২৭ বছর ধরে ঝুলে আছে এই বিল। অবশেষে সেই বিল সমর্থন পেয়ে পাশ করল। বিলটি এবার রাজ্যসভায় যাবে। বুধবার সকাল ১১টায় লোকসভায় বিলের বিষয়ে আলোচনা শুরু হয়।

মহিলা সংরক্ষণ বিল পাসের জন্য দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিল। তবে বিরোধীরাও সকলেই প্রায় এই বিলের সমর্থনে ভোট দিয়েছেন। বুধবার স্লিপের মাধ্যমে ম্যানুয়ালি সাংসদদের ভোট গৃহিত হয়। লোকসভায় ৪৫৪টি ভোট পেয়ে এই বিল পাশ হয়। অন্যদিকে বিলের বিরুদ্ধে মাত্র ২টি ভোট পড়ে। 

এদিন বিল নিয়ে আলোচনার সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সাংসদরা বর্তমানে জেনারেল, এসসি, এসটি-এই ৩ বিভাগে নির্বাচিত হল। আমরা তাদের প্রত্যেকটিতেই মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত করেছি। তিনি বলেন, মহিলা সংরক্ষণ বিলের মাধ্যমে দেশের সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণে মহিলাদের অংশগ্রহণ সুনিশ্চিত হবে।

'নারী শক্তি বন্দন অধিনিয়াম' নামের এই বিলটি লোকসভায় পেশ করেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। আগামিদিনে ডিলিমিটেশন সম্পন্ন হওয়ার পরেই এটি কার্যকর হবে। তাই ২০২৪ সালের পরবর্তী লোকসভা নির্বাচনের সময় এটি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।

মহিলা সংরক্ষণ বিলের মূল নীতি:

  • এই বিলে লোকসভা, রাজ্য বিধানসভা এবং দিল্লি বিধানসভায় মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। তবে কোটা রাজ্যসভা বা রাজ্য বিধান পরিষদে প্রযোজ্য হবে না।
     
  • এই কোটার মধ্যে, তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ সংরক্ষিত থাকবে।
     
  • প্রথম আদমশুমারির পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরেই ডিলিমিটেশনের পর আসন সংরক্ষণ কার্যকর হবে।
     
  • লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষিত আসনও ডিলিমিটেশনের পর নির্ধারিত হবে।
     
  • দুই মহিলা সংসদ সদস্যকে কখনই একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না।
     
  • এই বিলে ওবিসি ক্যাটাগরির মহিলাদের জন্য আলাদা করে সংরক্ষণের বিষয়টি বাদ দেওয়া হয়েছে।

সরকার বলছে এই বিলটি রাজ্য এবং জাতীয় স্তরে নীতি-নির্ধারণের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে সাহায্য করবে। প্রস্তাবিত বিলটি প্রায় গত ২৭ বছর ধরে অমীমাংসিত অবস্থায় ছিল। এর আগে ২০১০ সালে এটি শেষবার রাজ্যসভায় উত্থাপিত করা হয়েছিল। 

Advertisement

ডিলিমিটেশন কী?
ডিলিমিটেশনের আক্ষরিক অর্থ হল কোনও দেশ বা একটি নির্দিষ্ট প্রদেশের আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমা বা সীমানা নির্ধারণ করার কাজ বা প্রক্রিয়া। কেন্দ্রীয় সংস্থার তত্ত্বাবধানে নির্দিষ্ট সময় অন্তর এই প্রক্রিয়া পরিচালনা করা হয়। এর মাধ্যমে জনপ্রতিনিধিদের এলাকা, জনসংখ্যার সমবন্টন সুনিশ্চিত করা হয়। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement