Advertisement

Maharashtra Assembly Elections 2024: ভোট কিনতে কোটি কোটি টাকা বিলি BJP নেতার? VIDEO ভাইরাল হতেই FIR কমিশনের

Vinod Tawde: টাকা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিনোদ তাওড়ে। তাঁর বক্তব্য, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। কমিশন যেন নিরপেক্ষ তদন্ত করে। তাঁর কথায়, 'আমি ওই হোটেলে দলের কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এটা মহাবিকাশ আঘাডি জোটের ষড়যন্ত্র। পুলিশ ও নির্বাচন কমিশন পূর্ণ তদন্ত করুক।'  

বিনোদ তাওড়ে
Aajtak Bangla
  • মুম্বই,
  • 19 Nov 2024,
  • अपडेटेड 4:52 PM IST
  • 'পুলিশ ও নির্বাচন কমিশন পূর্ণ তদন্ত করুক'
  • হোটেলে গিয়ে কোটি কোটি টাকা দেওয়ার অভিযোগ
  • 'আমার ব্যাগ চেক করেছিল'

রাত পোহালেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে বিজেপি নেতা তথা রাষ্ট্রীয় মহাসচিব বিনোদ তাওড়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ভোট কেনার জন্য মুম্বইয়ের হোটেলে কোটি কোটি টাকা বিলোচ্ছিলেন বিনোদ। একবারে হাতেনাতে ধরা পড়েছেন। ঘটনার পরেই বিনোদ তাওড়ের বিরুদ্ধে FIR দায়ের করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে এফআইআর দায়ের করা হয়েছে বিজেপি প্রার্থী রাজন নায়েকের বিরুদ্ধেও।

'পুলিশ ও নির্বাচন কমিশন পূর্ণ তদন্ত করুক'

টাকা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিনোদ তাওড়ে। তাঁর বক্তব্য, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। কমিশন যেন নিরপেক্ষ তদন্ত করে। তাঁর কথায়, 'আমি ওই হোটেলে দলের কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এটা মহাবিকাশ আঘাডি জোটের ষড়যন্ত্র। পুলিশ ও নির্বাচন কমিশন পূর্ণ তদন্ত করুক।'  

হোটেলে গিয়ে কোটি কোটি টাকা দেওয়ার অভিযোগ

বিনোদ তাওড়ের বিরুদ্ধে মূলত অভিযোগ, ভোট কিনতে মুম্বইয়ের হোটেলে টাকা বিলিয়ে যাচ্ছিলেন তিনি। মহাবিকাশ আঘাডি জোটের দাবি, তাওড়ে ৫ কোটি টাকা বিলোচ্ছিলেন। কঙ্কন উপকূলের প্রভাবশালী নেতা বঞ্চিত বিকাশ আঘাড়ির প্রধান হিতেন্দ্র ঠাকুরের কথায়, 'ওই হোটেলে তাওড়ের ঘর ঘেরাও করে আমরা পাঁচ কোটি টাকা উদ্ধার করেছি। সঙ্গে একটি ডায়েরি পেয়েছি। তাতে লেখা আছে বিলি করার জন্য মোট ১৫ কোটি টাকা এনেছিলেন তিনি।' 
তাওড়েকে ঘিরে বিক্ষোভের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।

'আমার ব্যাগ চেক করেছিল'

এই ঘটনা কেন্দ্রকে নিশানা করেছেন UBT প্রধান উদ্ধব ঠাকরে। তাঁর কথায়, 'আমার ব্যাগ নির্বাচন কমিশন চেক করে। কিছু মেলেনি। এখন জানতে পারছি, বিনোদ তাওড়ের ব্যাগে টাকা পাওয়া গিয়েছে। গতকাল অনিল দেশমুখের উপর হামলা হল।'
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement