Maharashtra Gadchiroli Maoist and Security Force Encounter: মহারাষ্ট্র (Maharashtra)-এর গড়চিরোলিতে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর লড়াই। সেখানে ২৬ জন মাওবাদীকে শেষ করেছে বাহিনী। আহত হয়েছেন ৪ জওয়ান। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।
জঙ্গলের ডেরায় হামলা
জানা গিয়েছে, শনিবার গারাপাত্তির জঙ্গলে লুকিয়ে ছিল মাওবাদীরা। মহারাষ্ট্র (Maharashtra)-এর সি-৬০ (C-60) পুলিশ মাওবাদী (Maoist)-দের বিরুদ্ধে অপারেশন চালায়। সেই এনকাউন্টারে পুলিশ কড়া জবাব দেয়।
সবথেকে বড় সাফল্য
আর দীর্ঘক্ষণ চলে এনকাউন্টার। ২৬ জন মাওবাদীকে মারা হয়েছে। সাম্প্রতিক অতীতে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদী (Maoist)-দের মধ্য়ে সংঘর্ষের ঘটনায় এটা সবথেকে বড় সাফল্য।
আহত ৪ জওয়ান
তবে এই অপারেশনে আহত হয়েছেন ৪ জওয়ান। তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের নাগপুরের অরেঞ্জ সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সকাল থেকে শুরু
এদিন সকাল থেকে শুরু হয়েছিল এই অভিযান। টানা আঘাত করা হয়। আর সেই সূত্র ধরেই একের পর এক মাওবাদী ঘাঁটি ধ্বংস করার কাজে সাফল্য মিলেছে। বলা হচ্ছে, এই অভিযান এই কারণেই বড়সড় সাফল্য পেয়েছে কারণ ঠিক সময়ে খবর পাওয়া গিয়েছিল। আর তারপরই অভিযান শুরু হয়ে যায়।
পুলিশের কাছে খবর ছিল, গারাপাত্তির জঙ্গলে বেশ কয়েকজন মাওবাদী (Maoist) লুকিয়ে রয়েছে। তাদের তল্লাশি শুরু করে দেওয়া হয়। সি-৬০ (C-60) পুলিশ মেনে পড়ে জঙ্গলে। তবে মাওবাদীরা আঁচ করতে পারে। তারা বুঝতে পারে, তাদের ওপর হামলে পড়তে চলেছে পুলিশ। আর তাই তখনই তারা গোলাগুলি শুরু দেয়।