Advertisement

Maharashtra Jharkhand Elections: মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে নির্বাচনের দিন ঘোষণা, ওয়েনাডে ভোট কবে?

মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোটের দামামা বেজে গেল। মঙ্গলবার দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে এবার এক দফায় ভোটগ্রহণ  করা হবে। অন্য দিকে, ঝাড়খণ্ডে দুই দফায় ভোটগ্রহণ করা হবে। 

প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Oct 2024,
  • अपडेटेड 4:35 PM IST
  • মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোটের দামামা বেজে গেল।
  • মঙ্গলবার দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন।
  • কেরলের ওয়েনাডে লোকসভা উপনির্বাচনের দিন ঘোষণা।

মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোটের দামামা বেজে গেল। মঙ্গলবার দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে এবার এক দফায় ভোটগ্রহণ  করা হবে। অন্য দিকে, ঝাড়খণ্ডে দুই দফায় ভোটগ্রহণ করা হবে। 

মহারাষ্ট্রে ভোটগ্রহণ করা হবে ২০ নভেম্বর। ঝাড়খণ্ডে ১৩ এবং ২০ নভেম্বর ভোটগ্রহণ করা হবে। ভোটগণনা ২৩ নভেম্বর। 

মহারাষ্ট্রে একনাথ শিন্ডের শিবসেনা, বিজেপি এবং অজিত পাওয়ারের এনসিপি জোটের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হবে মহা বিকাশ অগাড়ি জোট। যে জোটে রয়েছে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে), শরদ পাওয়ারের এনসিপি। 

২০১৯ সালে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছিল বিজেপি। সেই সময় তাদের সঙ্গে জোটে ছিল শিবসেনা। তবে মুখ্যমন্ত্রী পদ নিয়ে লড়াই নিয়ে শেষমেশ সেই জোট ভেঙে যায়। এনসিপি, কংগ্রেসকে সঙ্গে নিয়ে সরকার গড়ে শিবসেনা। মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে। পরে শিবসেনায় ভাঙন ধরে। বিদ্রোহী হন একনাথ শিন্ডে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকারে আসে শিন্ডে শিবসেনা। ভাঙন ধরে এনসিপিতেও। শরদ পাওয়ার এবং অজিত পাওয়ারের মধ্যে বিবাদের সূত্রপাত ঘটে। সেই থেকে মহারাষ্ট্রের রাজনীতিতে নানা টানাপড়েন দেখা গিয়েছে। এবার ভোটে কারা বাজিমাৎ করে, সেটাই দেখার। 

অন্য দিকে, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়বে বিরোধী জোট ইন্ডিয়া। ২০১৯ সালের ভোটে জয়ী হয়েছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট। 

কেরলের ওয়েনাডে লোকসভা উপনির্বাচন হবে আগামী ১৩ নভেম্বর। ফল ঘোষণা ২৩ নভেম্বর। ওয়েনাড থেকে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে এই আসনটি ছেড়ে দিয়েছেন রাহুল। অন্য জেতা আসন রায়বরেলির সাংসদ থাকবেন সোনিয়া-পুত্র। তাই ওয়েনাডে উপনিপ্বাচন হবে। ওই কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। এই প্রথমবার ভোটে লড়বেন প্রিয়াঙ্কা। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement