খাড়গেজিই বিজেপিকে ৪০০ পারের আশীর্বাদ করেছেন। বুধবার রাজ্যসভায় ভাষণের সময়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের জবাব দেওয়ার শুরু থেকেই মল্লিকার্জুন খাড়গেকে তীব্র কটাক্ষ করেন তিনি।
কংগ্রেস সভাপতির উদ্দেশে নরেন্দ্র মোদী বলেন, 'খাড়গেজি বিজেপিকে ৪০০ পার আশীর্বাদ দিয়েছেন। বিরোধীরা আমাকে চুপ করাতে পারবেন না। তিনি (মল্লিকার্জুন খাড়গেকে) নিয়ে আবার কবে এমন কথা বলার সুযোগ পাবেন?'
এর আগে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৪০০টি আসন জিতবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। এবার সেটা নিয়েই মল্লিকার্জুন খার্গকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আম্পায়ার বা কমান্ডো...
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গের 'দীর্ঘ বক্তৃতা' নিয়ে বিরোধী নেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রী বলেন, 'আমি অবাক হয়ে গিয়েছিলাম, যে খারগেজি এত কথা বলার স্বাধীনতা কীভাবে পেলেন। তারপর, আমি বুঝতে পারলাম যে এখানে সাধারণত যে দু'জন কমান্ডো থাকেন, তাঁরা উপস্থিত ছিলেন না। খাড়গেজি, আম্পায়ার বা কমান্ডো নেই বুঝতে পেরে, ৪ এবং ৬ মারতে থাকেন।' আম্পায়ার বা কমান্ডো বলতে নরেন্দ্র মোদী কাঁদের কথা বলেছেন, তাই নিয়েই শুরু হয়েছে তীব্র জল্পনা।
নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ
বুধবার পশ্চিমবঙ্গের প্রসঙ্গও তুলে ধরেন মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছিলেন 'এবার কংগ্রেস ৪০টি আসন পাবে কি না সন্দেহ।' মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই প্রধানমন্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গ থেকে আপনাকে একটি চ্যালেঞ্জ করা হয়েছে যে, কংগ্রেস ৪০ অতিক্রম করতে পারবে না (২০২৪ সালের লোকসভা নির্বাচনে)। আমি প্রার্থনা করি যে আপনারা যাতে ৪০টি আসন পেতে সক্ষম হন।'