Advertisement

Mamata Banerjee in Tripura: ত্রিপুরার পড়ুয়া ও রোগীদের বাংলায় বিশেষ সুবিধা, আগরতলায় প্রতিশ্রুতি মমতার

Mamata Banerjee in Tripura: ত্রিপুরার (Tripura) আগরতলায় রোড শো (Agartala Road Show) শেষে, কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকারকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ত্রিপুরায় কোনও কাজ হচ্ছে না বলে দাবি করেন। পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi bhandar) মতো প্রকল্প পাবেন ত্রিপুরার মহিলারাও, আরও ভুরি ভুরি প্রতিশ্রুতি দেন মমতা। ত্রিপুরাবাসীকে উদ্ধার করার বার্তা দেন। 

ত্রিপুরায় BJP-কে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • আগরতলা,
  • 07 Feb 2023,
  • अपडेटेड 3:28 PM IST
  • মমতা বলেন, আমাদের সাংসদ দোলা সেনের গাড়ি ভাঙচুর হয়েছে
  • বিজেপিকে কটাক্ষ করে মমতার দাবি, ত্রিপুরার ট্যুরিজমের মাতাবাড়ি মন্দিরের কোনও কাজ হয়নি

Mamata Banerjee in Tripura: ত্রিপুরার (Tripura) আগরতলায় রোড শো (Agartala Road Show) শেষে, কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকারকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ত্রিপুরায় কোনও কাজ হচ্ছে না বলে দাবি করেন। পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi bhandar) মতো প্রকল্প পাবেন ত্রিপুরার মহিলারাও, আরও ভুরি ভুরি প্রতিশ্রুতি দেন মমতা। ত্রিপুরা নির্বাচনের (Tripura Election 2023) আগে ত্রিপুরাবাসীকে উদ্ধার করারও বার্তা দেন তিনি। 

'দিল্লিও ধুয়ে দিয়েছে, ত্রিপুরাকে কীকরে বাঁচাবে'
মমতা বলেন, আমাদের সাংসদ দোলা সেনের গাড়ি ভাঙচুর হয়েছে। সুস্মিতা দেব, অভিষেকের ওপরও অত্যাচার হয়েছে। বিজেপি সরকার তৃণমূলের কর্মীদের ওষুধ দিত না, চিকিৎসা দিত না। এসব কথা ভুলব না। ডবল ইঞ্জিন তো দিল্লিও ধুয়ে দিয়েছে, ত্রিপুরাকে কীকরে বাঁচাবে। অত্যাচারী সিপিএমের সরকার ছিল এখানে। ভোট থাকলে দেখা পাবেন, ভোট না থাকলে উধাও। বাংলায় রাম-বাম-শ্যাম- এক হয়ে আমাদের বিরুদ্ধে লড়ে। ত্রিপুরায় একরকম রাজনীতি, বাংলায় আরেকরকম। আস্তাবল মাঠে মিটিং করেছি, আগামী দিনে করব।

'ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে'
ত্রিপুরায় শান্তি, উন্নয়ন, লক্ষ্মীর ভান্ডার, পাহাড়ে শান্তি চাইলে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে। এদিন তিনি বাংলার কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকা দিই আমরা। এদিন বাজেটে ঘোষিত ইনকাম ট্যাক্স ছাড়কে মাছের তেলে মাছ ভাজা বলে ফের কটাক্ষ করেন। 

'ত্রিপুরার ট্যুরিজমের (Tripura Tourism) মাতাবাড়ি মন্দিরের (Matabari Mandir) কোনও কাজ হয়নি'
বিজেপিকে কটাক্ষ করে মমতার দাবি, ত্রিপুরার ট্যুরিজমের মাতাবাড়ি মন্দিরের কোনও কাজ হয়নি, দেখুন তো দক্ষিণেশ্বর, কালীঘাটে। ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়েছে। বাংলা অনেক এগিয়ে গিয়েছে। সাড়ে ৯ কোটি পরিবার ৫ কেজি করে চান, গম পায়, এক পয়সাও দিতে হয় না। ওরা তো ভোট মিটে গেলে সব উধাও। আমরা নির্বাচনের আগে যা বলি তাই করি। বাংলার উদ্বাস্তুরা জমি পেয়েছেন ত্রিপুরায় কেউ পাননি।

Advertisement

ভারতে ৪০% বেকারি বেড়েছে, TMC-র আমলে এমন জায়গা বাংলায় ৪০% বেকারত্ব কমে গেছে। যারা একশো দিনের টাকা দেয় না, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। আমাদের লক্ষ লক্ষ ছেলের চাকরি হয়েছে। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, তখন কারও স্বাধীনতা ছিল না। আজ সেই জায়গাটা তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

'পড়ুয়া থেকে স্বাস্থ্য চিকিৎসা করতে কলকাতা গেলে বিশেষ সুবিধা পাবে'
ত্রিপুরার ছেলে মেয়েদের কলকাতা যেতে হয় পড়তে (Education), স্বাস্থ্য চিকিৎসা (Health Check up) করাতে কলকাতা (Kolkata) যেতে হয়, আমি কথা দিচ্ছি,"পড়ুয়া থেকে স্বাস্থ্য চিকিৎসা করতে কলকাতা গেলে বিশেষ সুবিধা পাবে। ইন্ডাস্ট্রিয়াল টাউন, হাসপাতাল, ইঞ্জিনিয়ারিং কলেজ করতে চাই", ত্রিপুরাবাসীদের প্রতিশ্রুতি মমতার।

আদান ব্যাপারীরা দেশ চালাচ্ছেন, চারদিন আগেই তো সরকার পড়ে যেত, কোনওমতে টিমটিম করে জ্বলছে, দু'দিন বাদে এলআইসিও নিভে যাবে, বলে এদিন নাম না করে আদানি গোষ্ঠী ও কেন্দ্রকে কটাক্ষ করেন মমতা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement