Advertisement

Mamata Banerjee: মমতাকেই নেত্রী করা হোক, দাবি উঠছে দেশজুড়়ে, I.N.D.I.A-তে 'একঘরে' হয়ে পড়ছে কংগ্রেস?

বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায়কেই করা হবে? বছর শেষের আবহে জাতীয় রাজনীতির অলিন্দে এই প্রশ্নই আলোচিত হচ্ছে। ইন্ডিয়া জোটে নেতৃত্বদান প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এক মন্তব্য প্রকাশ্যে আসার পর পরই একের পর এক বিজেপি বিরোধী নেতারা মমতাকেই জোটের নেত্রী হিসাবে পাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। মমতাই যে জোটের 'যোগ্য নেত্রী', সে কথা ঠারেঠোরে বুঝিয়েও দিচ্ছেন তাঁরা। জোটের নেত্রী হিসাবে দলনেত্রীকেই চাইছেন তৃণমূলের নেতারা। ঠিক তেমনই অন্য বিরোধী নেতারাও মমতাকে নেত্রী করার বিষয়ে সমর্থন জানিয়েছেন।

রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Dec 2024,
  • अपडेटेड 3:13 PM IST
  • একের পর এক বিজেপি বিরোধী নেতারা মমতাকেই জোটের নেত্রী হিসাবে পাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।
  • মমতাই যে জোটের 'যোগ্য নেত্রী', সে কথা ঠারেঠোরে বুঝিয়েও দিচ্ছেন তাঁরা।
  • জোটের নেত্রী হিসাবে দলনেত্রীকেই চাইছেন তৃণমূলের নেতারা।

বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায়কেই করা হবে? বছর শেষের আবহে জাতীয় রাজনীতির অলিন্দে এই প্রশ্নই আলোচিত হচ্ছে। ইন্ডিয়া জোটে নেতৃত্বদান প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এক মন্তব্য প্রকাশ্যে আসার পর পরই একের পর এক বিজেপি বিরোধী নেতারা মমতাকেই জোটের নেত্রী হিসাবে পাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। মমতাই যে জোটের 'যোগ্য নেত্রী', সে কথা ঠারেঠোরে বুঝিয়েও দিচ্ছেন তাঁরা। জোটের নেত্রী হিসাবে দলনেত্রীকেই চাইছেন তৃণমূলের নেতারা। ঠিক তেমনই অন্য বিরোধী নেতারাও মমতাকে নেত্রী করার বিষয়ে সমর্থন জানিয়েছেন। এই প্রেক্ষাপটে ইন্ডিয়া জোটে কংগ্রেস অনেকটাই 'চাপে' রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বুধবারও মমতাকে জোটের নেত্রী করার দাবি উঠেছে যেমন, তেমনই তৃণমূলের নেতার গলায় কংগ্রেস বিরোধিতার স্বর শোনা গিয়েছে। যা এই পর্বে বিশেষ মাত্রা যোগ করেছে। 

বুধবার  তৃণমূলের মানস ভুঁইয়া বলেছেন, 'শরদ পাওয়ার ও অখিলেশ যাদব খুব ভাল ইস্যু উত্থাপন করেছেন। গতকাল আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবও বলেছেন। ইন্ডিয়া জোটের উপযুক্ত নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বাংলায় এটা বলতাম। এখন গোটা দেশ বলছে যে, ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়েরই।'

অন্য দিকে, তৃণমূল সুপ্রিমোকে জোটের নেত্রী করার দাবি যেমন জোরালো হচ্ছে, ঠিক তেমনই তৃণমূলের গলায় কংগ্রেসের প্রতি ক্ষোভও প্রকট হচ্ছে। এদিন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'সংসদের অধিবেশন মুলতুবি হচ্ছে কংগ্রেস ও বিজেপির জন্যই। শুধু মাত্র কংগ্রেস ও বিজেপির ইচ্ছেতেই সব হচ্ছে...এটা ঠিক নয়। আরও অনেক দল রয়েছে। কংগ্রেস ও বিজেপির উপর শুধুমাত্র নির্ভর করা উচিত নয় সংসদীয় গণতন্ত্রের...।'

প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দফতরে বিরোধীদের বৈঠকে যায়নি তৃণমূল। এমনকি, আদানি ঘুষকাণ্ড নিয়ে সংসদের ভিতর ও বাইরে কংগ্রেসের বিক্ষোভেও যোগ দেয়নি বাংলার শাসকদল। যা এই পর্বে ভিন্ন মাত্রা যোগ করেছে। 

Advertisement


সম্প্রতি, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি ও পশ্চিমবঙ্গে ৬টি উপনির্বাচনে তৃণমূলের সাফল্যের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের কয়েক জন নেতা দাবি তোলেন যে, মমতার হাতেই ইন্ডিয়ার নেতৃত্ব তুলে দেওয়া উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডিয়া সম্পর্কে মমতা বলেন, 'আমি তো ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম।' তাঁর আরও সংযোজন, 'আমি তো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি না। যাঁরা নেতৃত্বে, তাঁদের দেখা উচিত।' এরপরেই নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি...যদিও আমি তা চাই না...কিন্তু এটুকু আমি মনে করি, এখানে বসেও আমি এটা চালিয়ে দিতে পারি।' শুধু তৃণমূলের নেতারাই নন, লালুপ্রসাদ-সহ অন্য বিজেপি বিরোধী নেতারাও মমতাকে সমর্থন জানিয়েছেন। 

অন্য দিকে, রাজনীতির ময়দানে তৃণমূলের অবস্থান কোথায়, তা কার্যত স্মরণ করিয়ে দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই প্রসঙ্গে অধীর বলেছেন, 'যে দিন থেকে আদানির বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল, সেদিন থেকে জোট ইন্ডিয়ার নতুন আচরণ দেখতে পাচ্ছি আমরা। ইন্ডিয়া জোটের বর্তমান নেতা এখন খাড়গে। যাঁরা রাহুলকে নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের দেখা উচিত, ওঁর নিজের রাজ্যে কী করেছেন। ইন্ডিয়া জোটের হয়ে কখনও প্রচার করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বাংলাতেই সীমাবদ্ধ।'
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement