Advertisement

Amit Shah on Manipur: মণিপুর হিংসার চেয়েও এটা নিয়ে রাজনীতি বেশি লজ্জাজনক: অমিত শাহ

মণিপুর হিংসা নিয়ে বিরোধী দলগুলি রাজনীতি করছে। বুধবার  সংসদে এমনই অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, 'মণিপুরে যা ঘটেছে তা লজ্জাজনক। কিন্তু এটি নিয়ে রাজনীতি করা আরও লজ্জাজনক।' অনাস্থা প্রস্তাবের বিতর্কের সময়ে এমনটা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Aug 2023,
  • अपडेटेड 7:22 PM IST
  • মণিপুর হিংসা নিয়ে বিরোধী দলগুলি রাজনীতি করছে। বুধবার  সংসদে এমনই অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • তিনি বলেন, 'মণিপুরে যা ঘটেছে তা লজ্জাজনক। কিন্তু এটি নিয়ে রাজনীতি করা আরও লজ্জাজনক।' অনাস্থা প্রস্তাবের বিতর্কের সময়ে এমনটা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
  • 'আমি এই বিষয়ে একমত যে মণিপুরে হিংসার ঘটনা ঘটেছে। আমি এই ঘটনায় দুঃখিত। এই জাতীয় ঘটনাকে কখনই কেউ সমর্থন করতে পারে না,' বলেন অমিত শাহ।

মণিপুর হিংসা নিয়ে বিরোধী দলগুলি রাজনীতি করছে। বুধবার  সংসদে এমনই অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, 'মণিপুরে যা ঘটেছে তা লজ্জাজনক। কিন্তু এটি নিয়ে রাজনীতি করা আরও লজ্জাজনক।' অনাস্থা প্রস্তাবের বিতর্কের সময়ে এমনটা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

'আমি এই বিষয়ে একমত যে মণিপুরে হিংসার ঘটনা ঘটেছে। আমি এই ঘটনায় দুঃখিত। এই জাতীয় ঘটনাকে কখনই কেউ সমর্থন করতে পারে না,' বলেন অমিত শাহ।

বিরোধীদের পাল্টা তোপ দেন অমিত শাহ। তিনি বিরোধী দলগুলিকে সংসদে মণিপুর নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়ার অভিযোগ করেন।

মণিপুরের বর্তমান হিংসার পরিবেশের 'কারণ ব্যাখ্যা' করেন অমিত শাহ। মণিপুরের ইতিহাসের সঙ্গেই এটি জড়িত বলে উল্লেখ করেন তিনি। 

প্রধানমন্ত্রী মণিপুর সফর করেননি কেন? একাধিকবার সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এদিন সংসদে রাহুল গান্ধীও সেই বিষয়ে উল্লেখ করেন। সেই বিষয়টিও উল্লেখ করে অমিত শাহ বলেন, মণিপুর যাননি বলে বিরোধীরা ক্রমাগত প্রধানমন্ত্রীকে আক্রমণ করে চলেছেন।

অমিত শাহ বলেন, 'দেশের প্রধানমন্ত্রী আমার সঙ্গে রাত আড়াইটেয় কথা বলেছিলেন। ফের সকাল ৬টায় ফোন করেছিলেন।'

তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়েরও সমর্থনে বক্তব্য রাখেন। অমিত শাহ দাবি করেন, রাজ্য সরকার কেন্দ্রকে সহযোগিতা করেছে। সমস্ত অযোগ্য আধিকারিকদেরও বদলি করা হয়েছে। 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement