Advertisement

Medicine Prices: এপ্রিল থেকে ১২ শতাংশ বাড়ছে পেইন কিলার, হার্টের মতো গুরুত্বপূর্ণ ওষুধের দাম, তালিকা

প্রায় সব জিনিসেরই দাম বাড়ছে। এবার ফের দুঃসংবাদ। এপ্রিলের ১ তারিখ থেকেই বাড়তে চলেছে ওষুধের দাম। ওষুধের দাম বাড়বে ১২ শতাংশ। পেইনকিলার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ইনফেকটিভ এবং কার্ডিয়াক ওষুধের দাম বাড়বে। গত বছর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) পাইকারি মূল্য সূচকে (WPI) ১০.৭ শতাংশ পরিবর্তন ঘোষণা করেছে।

প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 28 Mar 2023,
  • अपडेटेड 6:47 PM IST
  • প্রায় সব জিনিসেরই দাম বাড়ছে।
  • এবার ফের দুঃসংবাদ।
  • এপ্রিলের ১ তারিখ থেকেই বাড়তে চলেছে ওষুধের দাম।

প্রায় সব জিনিসেরই দাম বাড়ছে। এবার ফের দুঃসংবাদ। এপ্রিলের ১ তারিখ থেকেই বাড়তে চলেছে ওষুধের দাম। ওষুধের দাম বাড়বে ১২ শতাংশ। পেইনকিলার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ইনফেকটিভ এবং কার্ডিয়াক ওষুধের দাম বাড়বে। গত বছর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) পাইকারি মূল্য সূচকে (WPI) ১০.৭ শতাংশ পরিবর্তন ঘোষণা করেছে। প্রতিবছরই ওই পরিবর্তন হয়। জানা গেছে, সেই কারণেই বেড়ে যায় দাম। প্রতিবছর ১০ শতাংশ বার্ষিক বৃদ্ধির অনুমতি দেওয়া হয়৷

সেই আদেশের ভিত্তিতে, ওষুধের দাম নিয়ন্ত্রক NPPA প্রতি বছর WPI-ভিত্তিক মূল্য পরিবর্তনের জন্য যায়, যা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি তখন প্রয়োগ করে। মূল্য নির্ধারণ ৪০০টিরও বেশি প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা ডিভাইসের উপর প্রভাব ফেলে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮৫টি মলিকিউলের দাম, যা ৩৭টি থেরাপিতে প্রায় ৯০০টি ফর্মুলেশনের সঙ্গে মিলে যায়। ওইসব ওষুধের দামও ১২ শতাংশ বাড়বে। যেকারণে সমস্যায় পড়বেন সেইসব মানুষ, যাদের জীবন ওষুধের ওপর নির্ভরশীল।

দাম বাড়ার কারণ হিসেবে জানানো হয়েছে, ওষুধের কাঁচামাল বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টের (এপিআই) দাম বেড়েছে। শুধু এপিআই নয়, মালবাহী এবং প্যাকেজিংয়ের দামও বেড়েছে। গত বছর, NPPA পাইকারি মূল্য সূচকে ১০.৭৬% বার্ষিক পরিবর্তনের ঘোষণা করেছে। এটি প্রয়োজনীয় ওষুধের জাতীয় তালিকায় প্রায় ৮০০টি নির্ধারিত ওষুধের দামকে প্রভাবিত করেছে, যা বেশিরভাগ সাধারণ অসুস্থতার চিকিৎসায় ব্যবহৃত হয়।

আরও পড়ুন-'ক্ষমা না চাইলে FIR করব', রাহুলকে চরম হুঁশিয়ারি সাভারকরের নাতির

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement