Advertisement

Mamata In Mumbai:বসে জাতীয় সঙ্গীত গেয়েছেন মমতা, পুলিশে অভিযোগ দায়ের BJP নেতার

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। 'মিশন ২০২৪' মাথায় রেখে মঙ্গলবার দু'দিনের সফরে তিনি মুম্বই গিয়েছেন। কিন্তু সেখানে গিয়েই বিপত্তি। মুম্বইয়ের এক বিজেপি নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। বিজেপি নেতা মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অসম্মান করার অভিযোগ এনেছেন।

জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ
Aajtak Bangla
  • মুম্বই,
  • 02 Dec 2021,
  • अपडेटेड 9:30 AM IST
  • দুদিনের সফরে মুম্বইতে মমতা বন্দ্যোপাধ্যায়
  • তার মাঝেই বিপত্তি
  • জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ আনলেন বিজেপি নেতা

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। 'মিশন ২০২৪' মাথায় রেখে মঙ্গলবার দু'দিনের সফরে তিনি মুম্বই গিয়েছেন। কিন্তু সেখানে গিয়েই বিপত্তি। মুম্বইয়ের এক বিজেপি নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। বিজেপি নেতা মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অসম্মান করার অভিযোগ এনেছেন।

মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বলে অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা। মমতা বসে থাকা অবস্থায়  জাতীয় সঙ্গীত গেয়েছেন এবং ৪-৫  লাইন গাওয়ার পর উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন।

 

বিজেপির নিশানায় এনসিপি ও শিবসেনা 
বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা শিবসেনা ও এনসিপিকে নিশানা করেছেন। তিনি বলেছেলন, শিবসেনা, যারা  নিজেকে সবচেয়ে জাতীয়তাবাদী হিসাবে বর্ণনা করে এবং এনসিপি, যাদের র নামে 'জাতীয়তাবাদী'  কথা রয়েছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি এফআইআর দায়ের করবে? নাকি রাজনৈতিক সুবিধার কথা ভেবে দেশের পরিচয় ও প্রতীকের অবমাননার রাস্তাতেই হাঁটবে?

দুই দিনের সফরে মুম্বইয়ে মমতা 
দুদিনের  সফরে মঙ্গলবারই  মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছন। এই সফরে  তিনি শিবসেনা নেতা আদিত্য ঠাকরে এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের সাথে দেখা করেছেন। বুধবার বলিউড অভিনেতাদের সঙ্গেও দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে মমতার টার্গেট ছিল কেন্দ্রের মোদী সরকার।

মমতার সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন মহেশ ভাট, জাভেদ আখতার, শত্রুঘ্ন সিনহা, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকির মতো বলিউড সেলিব্রিটিরা। মমতা বলেন, ভারত জনশক্তি পছন্দ করে, পেশিশক্তি নয়। বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের মূল কথা। দুর্ভাগ্যবশত, আমরা বিজেপির নৃশংস, অগণতান্ত্রিক এবং অনৈতিক মনোভাবের সম্মুখীন হচ্ছি। মহেশ ভাটের এক প্রশ্নের জবাবে মমতা একথা বলেন। মমতা বলেন, আমি জানি, মহেশ ভাট শিকার হয়েছেন, শাহরুখ খান শিকার হয়েছেন। এখানে আরো অনেক মানুষ আছে। কেউ কেউ মনের কথা বলতে পারে, কেউ মুখ খুলতেও পারে না।

Advertisement

মমতা কংগ্রেসকেও নিশানা করেন 
মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকেও নিশানা করে নতুন ফ্রন্ট গঠনের কথা বলেন। মমতা বলেন, দলগুলোর লড়াই করার ইচ্ছা থাকলেই বিজেপির বিরুদ্ধে বিকল্প তৈরি করা যায়। শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে এই বিবৃতি দেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী  বলেন, বিকল্প শক্তিশালী হওয়া উচিত। এটা একা সম্ভব নয়। কেউ যদি যুদ্ধ করতে না চায়, আমরা কী করতে পারি? আমরা চাই সব দল একসঙ্গে লড়াই করুক। তিনি বলেন, এখনই সময় শক্তিশালী বিরোধী শক্তি গড়ে তোলার। এক মতের সব দলকে ঐক্যবদ্ধ হয়ে সংহতি দেখাতে হবে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement