Advertisement

Mumbai Fire: মুম্বইয়ে ফ্ল্যাটে আগুন, বাঁচতে ২০ তলা থেকে নীচে পড়লেন যুবক

Mumbai Fire: অরুণ প্রাণ বাঁচাতে চলে এসেছিলেন ব্য়ালকনিতে। ২০ তলা থেকে পড়ে যান। তবে তিনি বাঁচেননি।

আগুন থেকে বাঁচতে ব্য়ালকনি থেকে ঝুলছিলেন ওই যুবক
Aajtak Bangla
  • মুম্বই,
  • 22 Oct 2021,
  • अपडेटेड 2:26 PM IST
  • প্রাণ বাঁচাতে মানুষ কী না করতে পারে!
  • মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে এক বহুতল আবাসনে আগুন লেগে যায়
  • তবে শেষ রক্ষা হয়নি

Mumbai Fire: প্রাণ বাঁচাতে মানুষ কী না করতে পারে! ফের দেখা গেল সেই দৃশ্য। শুক্রবারের মুম্বই সাক্ষী থাকল তেমনই এক ভয়ঙ্কর কাণ্ডের। পরে ওই ছবি দেখে শিউরে উঠেছেন সকলে। তবে শেষ রক্ষা হয়নি। মারাই গেলেই ওই ব্যক্তি। নাম অরুণ তিওয়ারি (৩০)।

বহুতল আবাসনের ঘটনা
মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে এক বহুতল আবাসনে আগুন লেগে যায়। শুক্রবার ওই ঘটনার খবর পেয়ে সেখানে যায় দমকলের ইঞ্জিন। এবং স্বাভাবিক ভাবেই আগুন নিয়ন্ত্রেণের চেষ্টা শুরু করে। মুম্বইয়ের করী রোড এলাকার মাধব পলব মার্গের ঘটনা। করী রোড এলাকায় রয়েছে অভিগ্ন পার্ক বিল্ডিং। সেখানকার ২০ তলায় আগুন লেগে যায়।

আর তার পরের ছবি মারাত্মক। কারণ দেখা যায় প্রাণ বাঁচাতে ব্য়ালকনিতে ঝুলছেন অনেকে। অরুণ প্রাণ বাঁচাতে চলে এসেছিলেন ব্য়ালকনিতে। ২০ তলা থেকে পড়ে যান। তবে তিনি বাঁচেননি। মারা গিয়েছেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement