Advertisement

সঙ্কটে আফগানিস্তান, মোদী-পুতিন ৪৫ মিনিট বৈঠক

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ৪৫ মিনিট কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে উভয়ের মধ্যে। 

নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিন (বামদিক থেকে)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Aug 2021,
  • अपडेटेड 3:44 PM IST
  • আফগানিস্তান নিয়ে আলোচনা
  • মোদী-পুতিন কথা
  • পৌনে একঘণ্টা কথা বললেন দুই প্রধান

আফগানিস্তান (Afghanistan) পরিস্থিতি নিয়ে ভারত-রাশিয়া আলোচনা। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ৪৫ মিনিট কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে উভয়ের মধ্যে। 

এর আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের (Angela Merkel) সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। খুব স্বাভাবিকভাবেই আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির ওপরে নজর রাখছে এই দেশগুলি, একইসঙ্গে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে চলছে উদ্ধারকার্যও। 

প্রসঙ্গত, ভারত আপাতত আফগানিস্তান ইস্যুতে 'ধীরে চলো' নীতি নিয়েছে। এই পরিস্থিতে আগে দেশের নাগরিকদের সেখান থেকে নিরাপদে উদ্ধারের ওপরে জোর দিয়েছে ভারত। পাশাপাশি আগামী ২৬ অগাস্ট এই বিষয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বানও জানিয়েছে কেন্দ্র। 

তালিবানকে স্বীকৃতি দেয়নি কোনও দেশ
এদিকে তালিবান আফগানিস্থান দখলের পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। একাধিক দেশ লাগাতার নিজেদের নাগরিকদের উদ্ধারে কাজে লেগে রয়েছে। তবে কোনও দেশই এখনও তালিবানকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেনি, বরং অনেক দেশ বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দিয়েছে। যদিও তালিবানের (Taliban) তরফে ইতিমধ্যেই তাদের স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের দরবারে আবেদন জানান হয়েছে। একইসঙ্গে সমস্ত দেশকেই নিজেদের দূতাবাস চালু রাখার আবেদনও জানিয়েছে তালিবান। যদিও বেশিরভাগ দেশই ইতিমধ্যে তাদের দূতাবাস খালি করে দিয়েছে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement