বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে পরিবর্তন এলে চলতি বছরের শেষে আমেরিকা (America) সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এমনটাই ইঙ্গিত দিলেন, আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিত সিং সন্ধু। সম্প্রতি জি-৭-এর বৈঠকেও ভার্চুয়ালি অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নয়া মার্কিন সরকারের সঙ্গেও লাগাতার যোগাযোগ রেখে চলেছেন তিনি। সন্ধু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের মধ্যে এখনও পর্যন্ত ৩ বার কথা হয়েছে। অন্যান্য বেশকিছু কাজেও বাইডেনের সঙ্গে অংশ নিয়েছেন মোদী।
ভারত-আমেরিকা লাগাতার সম্পর্ক
ভারত-মার্কিন সম্পর্কের প্রসঙ্গে তরণজিত সিং সন্ধু বলেন, সম্প্রতি আমেরিকা সফর সেরেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি মার্কিন সরকারেরও বেশকিছু মন্ত্রী ভারত সফর করেছেন। গত মার্চে অনুষ্ঠিত কোয়াড ভার্চুয়াল মিটিং-এ সিদ্ধান্ত নয়, ২০২১-এর শেষে সমস্ত নেতা ব্যক্তিগতভাবে বৈঠক করবেন। সেক্ষেত্রে যদি বিশ্বের স্বাস্থ্য পরিস্থিত বদলায় তবে চলতি বছরের শেষে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সন্ধু আরও বলেন, সম্প্রতি মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় হ্যারিসকে ভারতে আমন্ত্রণ জানান মোদী। প্রসঙ্গত করোনাকালে বেশকিছু বিদেশ সফর করেননি মোদী। সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।