Advertisement

PM Modi : "করোনাকালে কালোবাজারি হলে কড়া ব্যবস্থা নিক রাজ্যগুলি", আবেদন মোদীর

অবশেষে কৃষক সম্মান নিধির টাকা পেতে চলেছেন বাংলার কৃষকরা। আজ দেশের ৯ কোটি কৃষককে অষ্টম দফার কৃষক সম্মান নিধির (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) টাকা তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার মধ্যে রয়েছে বাংলার ৭ লক্ষ কৃষকের নামও। এমনটাই খবর কৃষিমন্ত্রক সূত্রে।

নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 May 2021,
  • अपडेटेड 12:14 PM IST
  • পিএম কৃষক সম্মান নিধির টাকা দেবেন মোদী
  • প্রথমবার টাকা পাবেন বাংলার কৃষকরা
  • টাকা পাবেন দেশের মোট ৯ কোটি কৃষক
  • কেন্দ্র ও রাজ্য সরকারগুলি চেষ্টা করছে যতটা সম্ভব বেশি ভ্যাকসিন দেওয়ার। এখনও পর্যন্ত প্রায় ১৮ কোটি ডোজ দেওয়া হয়েছে। যখনই নাম আসবে টিকা লাগান। মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। পরামর্শ প্রধানমন্ত্রীর।
  • সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে। অক্সিজেন পৌঁছে দিচ্ছে রেল। দেশের ৩ বাহিনী কাদ করে যাচ্ছে। জরুরি ওষুধের যোগান বাড়াতে যুদ্ধকালিন তৎপরতায় কাজ হচ্ছে। তারপরেও কেউ কেউ কালোবাজারি করেছেন। রাজ্য সরকারের কাছএ আবেদন এই সমস্ত মানুষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। ভারত শক্তি হারাবে না। আমরা লড়ব ও জিতব। বললেন মোদী।
  • গরীবদের জন্য রেশনের ব্যবস্থা করেছে কেন্দ্র। রাজ্য সরকারগুলির কাছে আবেদন যাতে এই রেশন গরীবরা পান তা নিশ্চিত করা হয়। বললেন প্রধানমন্ত্রী। 
  • বাংলার দুই প্রান্তে জৈবিক চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। ছোট ও প্রান্তিক কৃষকার যাতে ব্যাঙ্ক থেকে সহজে ঋণ পান তার জন্য কিষাণ ক্রেডিড কার্ড দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ২ লক্ষ কোটি টাকার বেশি ঋণ দেওয়া হয়েছে। করোনাকালে কৃষকদের জন্য নয়া সুবিধাও এনেছে কেন্দ্রীয় সরকার। বললেন নরেন্দ্র মোদী।
  • গতবারের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি গম এমএসপিতে কেনা হয়েছে। এখন কৃষকদের অধিকারের টাকা সরাসরি তাঁধের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে। পঞ্জাব ও হরিয়ানার লক্ষ লক্ষ কৃষক প্রথমবার এই সরাসরি লেনদেনের সঙ্গে যুক্ত হয়েছেন। আর সেই সুবিধার কথা নিজেরাই বলছেন কৃষকরা। বললেন মোদী। 
  • করোনা কালেও চাষ করে ফসল ফলাচ্ছেন কৃষকরা। আর কৃষকদের সেই প্রচেষ্টায় সহায়তা করবে কৃষক সম্মান নিধির কিস্তির টাকা। প্রায় ১০ কোটি কৃষক সুবিধা পাবেন। বাংলার কৃষকরা প্রথমবার এই সুবিধা পেলেন। বাংলার লাখো লাখো কৃষক সুবিধা পেলেন। আরও যদি রাজ্য থেকে কৃষককদের নাম আসবে ততই বাড়বে সুবিধাপ্রাপ্ত কৃষকের সংখ্যা। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
  • জম্মুকাশ্মীর এক কৃষককে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। মোদীকে নিজের চাষের অভিজ্ঞতা জানালেন তিনি। মহারাষ্ট্রের কৃষকের সঙ্গেও কথা বলেন মোদী।
  • আন্দামান নিকোবরের এক কৃষক প্যাট্রিক জানালেন, জৈব পদ্ধতিতে আলু, বেগুন, ভেন্ডি সহ বিভিন্ন ফসল তাঁরা ফলাচ্ছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকায় তাঁদের উপকার হয়েছে বলেও জানান তিনি। 
  • মেঘালয়ের এক কৃষক জৈব পদ্ধতিতে চাষ এবং উৎপাদিত ফসল কীভাবে বাজারজাত করছেন সেই অভিজ্ঞতা শোনলেন প্রধানমন্ত্রীকে। 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের জমিতে জৈবিক চাষের অভিজ্ঞতা ভাগ করে নিলেন উত্তরপ্রদেশের উন্নাওয়ের এক কৃষক।পাশাপাশি কীভাবে রুক্ষ জমিতে ফসল ফলিয়েছেন সেই কথা মোদীকে জানালেন অন্ধ্রপ্রদেশের এক মহিলা চাষি। 
  • দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। শুনছেন তাঁদের অভিজ্ঞতা। 
  • বোতাম টিপে ৯ কোটির বেশি চাষিকে কৃষক সম্মান নিধির টাকা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • পশ্চিমবঙ্গের ৭ লক্ষের বেশি চাষি কৃষক সম্মান নিধির সঙ্গে যুক্ত হয়েছেন, জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।
  • এখনও পর্যন্ত ১০ কোটি ৮২ লক্ষ কৃষক কৃষক সম্মান নিধির টাকা পেয়েছেন, জানলেন নরেন্দ্র সিং তোমর।

আজ দেশের ৯ কোটি কৃষককে অষ্টম দফার কৃষক সম্মান নিধির (Pradhan Mantri Kisan Samman Nidhi yojana) টাকা তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার মধ্যে রয়েছে বাংলার ৭ লক্ষ কৃষকের নামও। এমনটাই খবর কৃষিমন্ত্রক সূত্রে। এই প্রকল্পের আওয়াত য়বছরে ৬ হাজার টাকা পান কৃষকরা। সেই টাকা দেওয়া হয় মোট ৩ কিস্তিতে। এই প্রথম সেই কিস্তির ২ হাজার কাটা পেতে চলেছেন বাংলার কৃষকরা। প্রসঙ্গত কৃষক সম্মান নিধির টাকা দেওয়া নিয়ে বারেবারেই তরজায় জড়িয়েছে কেন্দ্র ও রাজ্য। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement