Advertisement

Mallikarjun Kharge: ভুল করে NDA সরকার তৈরি হয়েছে... যে কোনও সময় পতন হতে পারে: মল্লিকার্জুন খাড়গে

কেন্দ্রে 'ভুল করে' জোট সরকার গঠিত হয়েছে। এমনটাই মনে করছেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'কেন্দ্রে জোট সরকার ভুল করে গঠিত হয়েছে এবং যে কোনও সময় এর পতন হতে পারে।'

'ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে। মোদীজির ম্যান্ডেট নেই,' বললেন মল্লিকার্জুন খাড়গে।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Jun 2024,
  • अपडेटेड 11:02 AM IST
  • শুক্রবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'কেন্দ্রে জোট সরকার ভুল করে গঠিত হয়েছে এবং যে কোনও সময় এর পতন হতে পারে।'
  • ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে। মোদীজির ম্যান্ডেট নেই: খাড়গে
  • তিনি বলেন, 'ই সরকারের যেকোনও সময় পতন হতে পারে।'

কেন্দ্রে 'ভুল করে' জোট সরকার গঠিত হয়েছে। এমনটাই মনে করছেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'কেন্দ্রে জোট সরকার ভুল করে গঠিত হয়েছে এবং যে কোনও সময় এর পতন হতে পারে।'

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে, বিজেপি মোট 240টি আসন পেয়েছে । সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২ আসনের দরকার ছিল। কিন্তু সেটা পার করতে পারেনি গেরুয়া শিবির। তবে NDA জোটের শরিকদের সঙ্গে নিয়ে সেই সংখ্যা পার হয়েছে। ফলে সরকার গঠনের জন্য, বিজেপিকে তার শরিকদের সাহায্য নিতে হয়েছে।

'ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে। মোদীজির ম্যান্ডেট নেই। এটি একটি সংখ্যালঘু সরকার। এই সরকারের যেকোনও সময় পতন হতে পারে। দেশকে শক্তিশালী করার জন্য আমাদের একসঙ্গে কাজ করা উচিত।'

প্রধানমন্ত্রী মোদী এবং জোট সরকারকে নিয়ে মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে JDU। বিহারের প্রাক্তন মন্ত্রী এবং জেডিইউ এমএলসি নীরজ কুমার পিভি নরসিমা রাও এবং মনমোহন সিংয়ের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ক'টা আসনে জিতেছিল তা মনে করিয়ে দেন।

১৯৯১ সালের নির্বাচনে, কংগ্রেস ২০২৪ সালে বিজেপির মতোই একই সংখ্যক আসনে জিতেছিল। কোনও দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। কংগ্রেস নরসিমা রাও-এর অধীনে একটি সংখ্যালঘু সরকার গঠন করেছিল। 

নীরজ কুমার আরও বলেন, 'খাড়গেজি কংগ্রেসের উত্তরাধিকারের বিষয়টার সঙ্গে কি অপরিচিত?... কংগ্রেস এখন 99 কা চক্করে আটকে গিয়েছে।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement