লোকসভায় বাদল অধিবেশনে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আলোচনায় তৃণমূলকে আক্রমণ বিজেপির। গতকাল, সোমবার তৃণমূলকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর মঙ্গলবার পশ্চিমবঙ্গের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনার ক্ষেত্রে বড়সড় ভূমিকা ছিল বিজেপির। অখচ তারা এখন বিরোধিতা করছে বিজেপিরই।
নিশিকান্ত দুবে বলেন, 'I.N.D.I.A জোটের অন্যতম গুরুর্তপূর্ণ দল হল তৃণমূল কংগ্রেস। মাননীয় রাজনাথ সিং এখানে বসে আছেন। তিনিও আমার সঙ্গে সহমত হবেন। সিঙ্গুরে বড় আন্দোলন হয়েছিল। BJP তখন সহযোগী ছিল। রাজনাথ সিং তখন দলের অধ্যক্ষ। তাও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি মমতার পদযাত্রায় অংশ নেন। তৃণমূলকে সমর্থন করেন। বাংলায় যে তৃণমূল ক্ষমতায় এসেছে, সেক্ষেত্রে বড় অবদান রয়েছে বিজেপির। কিন্তু তৃণমূলকে দুর্নীতি পরায়ন তো আমরা বানাইনি। বানিয়েছে কংগ্রেস। সারদা ও নারদার কেস আপনাদের নামে দিয়েছে কংগ্রেস। আপনাদের বিরোধিতা তো কংগ্রেসের সঙ্গে হওয়া উচিত। তা না করে আপনারা কংগ্রেসকে সমর্থন করছেন। তাঁদের পাশে দাঁড়াচ্ছেন।'
নিশিকান্ত দুবের আরও আক্রমণ, 'I.N.D.I.A জোটের লোকজন আসলে একে অপরের সঙ্গে লড়াই করার জন্য এই জোট করেছেন। লালু যাদব, মুলায়ম সিং যাদব এদের সবাই আক্রান্ত হয়েছে কংগ্রেসের দ্বারা। অথচ তারা এখন কংগ্রেসের সঙ্গে জোট করছে। আবার শরদ পাওয়ার তো কংগ্রেস থেকে বেরিয়েই NCP তৈরি করেন। তাহলে এই জোটের সমন্বয় কোথায়?'
প্রসঙ্গত, সোমবার রাজ্যসভায় তৃণমূলকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, 'আমাদের বিল নিয়ে এত প্রশ্ন হচ্ছে। আমাকে একবার বলুন তো, কোন সিদ্ধান্তের উপর তৃণমূল কংগ্রেস ও বামেরা জোট করেছে। গোটা জীবন তৃণমূল কংগ্রেস কমিউনিস্ট পার্টির বিরোধিতা করেছে। তাদের জন্মই হয়েছে কমিউনিস্টদের বিরোধিতা করে। তৃণমূল কংগ্রেস থেকে আলাদা হয়ে গেছিল কারণ, নরসিমা রাওয়ের সরকার কমিউনিস্টদের সঙ্গে হাত মিলিয়েছিল। আর আজ সেই তৃণমূল ওদের হাত ধরেছে। ওদের লক্ষ্য সরকার দখল করা। সেটা হবে না। মোদী ক্ষমতায় আসবে। আর কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি একে অপরের বিরোধিতা করে আর এখানে ইলু ইলু করছে।'