Advertisement

Nitish Kumar: ৯৪ লক্ষ গরিব পরিবারকে ২ লক্ষ টাকা, নীতীশের মাস্টারস্ট্রোক

লোকসভা নির্বাচনের আগে রীতিমতো মাস্টারস্ট্রোক দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারে ৯৪ লক্ষেরও বেশি গরিব পরিবার পিছু ২ লক্ষ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল নীতীশ সরকার। মঙ্গলবার এই অনুমোদন পাশ করেছে বিহার সরকার। 

Aajtak Bangla
  • পটনা,
  • 17 Jan 2024,
  • अपडेटेड 12:04 AM IST
  • রীতিমতো মাস্টারস্ট্রোক দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
  • বিহারে ৯৪ লক্ষেরও বেশি গরিব পরিবার পিছু ২ লক্ষ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল নীতীশ সরকার।
  • মঙ্গলবার বিহার মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে প্রস্তাব পেশ করা হয়।

লোকসভা নির্বাচনের আগে রীতিমতো মাস্টারস্ট্রোক দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারে ৯৪ লক্ষেরও বেশি গরিব পরিবার পিছু ২ লক্ষ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল নীতীশ সরকার। মঙ্গলবার এই অনুমোদন পাশ করেছে বিহার সরকার। 


মঙ্গলবার বিহার মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে প্রস্তাব পেশ করা হয়। পরে এই প্রস্তাব অনুমোদন করেছে নীতীশের মন্ত্রিসভা। রাজ্যে ৯৪ লক্ষ ৩৩ হাজার ৩১২ জন গরিব পরিবারকে ২ লক্ষ করে টাকা দেওয়া হবে। 

সম্প্রতি জাত গণনা এবং অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে এসেছে  বিহারে। এর পরেই নীতীশ ঘোষণা করেছিলেন যে, রাজ্যের ৯৪ লক্ষেরও বেশি গরিব পরিবারকে চিহ্নিত করে ২  লক্ষ টাকা দেওয়া হবে ক্ষুদ্র শিল্পের জন্য। 

এই প্রসঙ্গে সে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব এস সিদ্ধার্থ জানিয়েছিলেন, বিহারে ক্ষুদ্র উদ্যোগ প্রকল্পে গরিব পরিবারগুলিকে ২ লক্ষ করে টাকা দেবে সরকার। সেই মতো কাজ শুরু করে দিয়েছে বিহার সরকার। ৬২টি শিল্প চিহ্নিত করা হয়েছে, যেখানে এই টাকা দেওয়া হবে। এ জন্য অনলাইনে আবেদনপত্র নেওয়া হবে। 

কারা সুবিধা পাবেন?

মাসে যাঁদের আয় ৬ হাজার টাকার বেশি নয়, তাঁরাই এই  প্রকল্পের সুবিধা পাবেন। তিন ধাপে সরকার ২ লক্ষ করে টাকা দেবে। প্রথম ধাপে পাওয়া যাবে ২৫ শতাংশ টাকা। দ্বিতীয় ধাপে দেওয়া হবে ৫০ শতাংশ টাকা। তৃতীয় ধাপে দেওয়া হবে বাকি ২৫ শতাংশ টাকা। 


ক'মাস বাদেই লোকসভা নির্বাচন। তার আগে রাজ্যের গরিবদের জন্য বিহার সরকারের এই উদ্যোগ রাজনৈতিক দিক থেকে আলাদা মাত্রা যোগ করেছে। নীতীশ কুমারের এটা মাস্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে। 

অন্য দিকে, বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র  আহ্বায়ক হিসাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম উঠে এসেছিল। সূত্রের খবর, সেই প্রস্তাবে রাজি হননি বিহারের মুখ্যমন্ত্রী। নীতীশের দল জানিয়েছে, তাদের নেতা কোনও পদ চান না। জোটে আহ্বায়ক কাকে করা হবে, তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement