দেশে করোনা আক্রান্তের সংখ্যা শুক্রবারই ৬৯ লক্ষ পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। এই পরিস্থিতিতে সামনেই উৎসবের মরশুম। নবরাত্রি, দুর্গাপুজো, দীপাবলি পর পর রয়েছে দেশে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ নতুন করে বাড়বে বলেই আশঙ্কা করছে প্রশাসন। আর সেই কারণেই নবরাত্রি উৎসব ঘিরে এবার নির্দেশিকা জারি করল গুজরাত সরকার।
বাঙালিদের যেমন দুর্গাপুজো, তেমনি গুজরাতিদের কাছে নবরাত্রি। ৯ দিন ধরে উৎসবে মেতে থেকেন গুজরাতের আমজনতা। চলে ডান্ডিয়া নাচ, গরবা। কিন্তু দেশের বর্তমান করোনা পরিস্থিতি গোটা চিত্রটাই বদলে দিয়েছে। এই পরিস্থিতিতে নবরাত্রি ও দীপাবলি উপলক্ষে নতুন নির্দেশিকা জারি করেছে গুজরাত সরকার। যেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে আর কেউ গরবার আয়োজন করতে পারবেন না। পাশাপাশি মহামারী পরিস্থিতিতে ২০০ জনের বেশি কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।
তবে করোনা রুখতে কেবল গুজরাত সরকার নয় একই পথে এগিয়েছে গোয়া সরকারও। নিরাপত্তার কারণে সেখানেও প্রশাসন গরবার অনুষ্ঠান স্থগিত করে দিয়েছে। শীতকাল করোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'। ইতিমধ্যেই ইউরোপের একাধিক দেশে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে। নতুন করে লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে ফ্রান্স, জার্মানি সহ একাধিক ইউরোপিয় দেশ। ব্রিটেনেও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি কেরলে ওনাম উৎসবের পরে লাফ দিয়ে বেড়েছে করোনা সংক্রমণ। তাই আসন্ন নবরাত্রি ও দুর্গাপুজো এবং অন্যান্য উৎসবের কথা মাথায় রেখে রাজ্যগুলিকে সতর্ক করে দিয়েছিল কেন্দ্র। উৎসবের মরশুমে সংক্রমণ আটকাতে এবারের নবরাত্রিতে তাই চিরাচরিত গরবাই স্থগিত করে দিল গুজরাত সরকার।