মঙ্গলবার ওড়িশার ভদ্রক জেলায় একটি চলন্ত ট্রেনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গুলি চালায় বলে অভিযোগ। যার জেরে ট্রেনে বিশৃঙ্খলা দেখা দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি। কর্মকর্তারা জানিয়েছেন, চারাম্পা স্টেশনের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেলওয়ের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কর্মীরা নন্দন কানন এক্সপ্রেসটিকে সুরক্ষিত করে পুরীতে নিয়ে যায়।
রেলওয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) কর্মীরা, যারা তথ্য পেয়ে পৌঁছেছিল, তারা নন্দন কানন এক্সপ্রেসটিকে সুরক্ষিত করে পুরীতে নিয়ে যায়। বিষয়টি এখন জিআরপি তদন্ত করছে। রেলওয়ে এক বিবৃতিতে বলেছে যে 12816 আনন্দ বিহার-পুরী নন্দন কানন এক্সপ্রেসের গার্ড একটি ঘটনার কথা জানিয়েছে। গার্ড ভ্যানের জানালায় কিছু দিয়ে হামলা করা হয়েছে বলে জানান গার্ড।
খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার ভদ্রক-বৌদপুর সেকশনে সকাল ৯.৩০ নাগাদ। সূত্র জানায়, ট্রেনটি সকাল ৯.২৫ মিনিটে ভদ্রক স্টেশন ছেড়ে যায় এবং পাঁচ মিনিট পরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনে এই গুলি চালানোর একটি ভিডিওও সামনে এসেছে। যেখানে দেখা যায়, গুলির আঘাতে কোচের কাঁচে গর্ত হয়ে গেছে। সেই সঙ্গে ট্রেন থেকে উঁকি মারছেন কয়েকজন যাত্রী।