Advertisement

Odisha Train Accident Update: দাঁড়াবে না কোনও ট্রেন, CBI-এর আতশকাচের নীচে বাহানাগা স্টেশন

Odisha Train Accident Update: ওড়িশার বালেশ্বর ট্রেন দুর্ঘটনার এক সপ্তাহ পেরিয়েছে। কী কারণে ট্রেন দুর্ঘটনা তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। তাদের তরফে এবার এল নয়া নির্দেশ। পরবর্তী ঘোষণা হওয়া পর্যন্ত বাহানাগা স্টেশনে থামবে না কোনও ট্রেন। সব ট্রেনকে ওই স্টেশনে পাশ করিয়ে দেওয়া হবে, এমটাই রেল সূত্রে খবর।

বাহানাগা স্টেশন (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jun 2023,
  • अपडेटेड 5:00 PM IST
  • ওড়িশার বালেশ্বর ট্রেন দুর্ঘটনার এক সপ্তাহ পেরিয়েছে
  • কী কারণে ট্রেন দুর্ঘটনা তা এখনও পরিষ্কার নয়
  • ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে

Odisha Train Accident Update: ওড়িশার বালেশ্বর ট্রেন দুর্ঘটনার এক সপ্তাহ পেরিয়েছে। কী কারণে ট্রেন দুর্ঘটনা তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। তাদের তরফে এবার এল নয়া নির্দেশ। পরবর্তী ঘোষণা হওয়া পর্যন্ত বাহানাগা স্টেশনে থামবে না কোনও ট্রেন। সব ট্রেনকে ওই স্টেশনে পাশ করিয়ে দেওয়া হবে, এমটাই রেল সূত্রে খবর।

তদন্তের সুবিধার্থে আপাতত ওই স্টেশনে কোনও ট্রেন থামবে না। দক্ষিণ-পূর্ব রেলওয়ের সিপিআরও, আদিত্য চৌধুরী বলেছেন, "রিলে রুম এবং প্যানেলগুলিতে বাহানাগা ট্রেন দুর্ঘটনায় সিবিআই-এর তদন্ত চলছে৷ কেন্দ্রীয় এজেন্সির কাছ থেকে ছাড়পত্র পেলেই ফের পরিষেবাগুলি শুরু  হবে।" তদন্তের কারণেই আপাতত সেখানে থামবে না ট্রেন। আগামী নির্দেশ পাওয়া পর্যন্ত ট্রেন থামবে না সেখানে। 

গত ২ জুন সন্ধেয় ওড়িশার বালেশ্বর জেলার বাহানাগা বাজার রেলওয়ে স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মালগড়ি-করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা তারপর যশবন্তপুরে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় হাওড়া-করমণ্ডল এক্সপ্রেসটি। ট্রেনের চালকের দাবি, সবুজ সংকেত পেয়েই লুপ লাইনে যান তিনি। সেই লুপ লাইনে আগে থেকেই দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। ১২৮ কিমি বেগে ছুটে আসা করমণ্ডল এক্সপ্রেসটি সজোরে গিয়ে মালগাড়িতে ধাক্কা মারে। প্রশ্ন ওঠে কীকরে লুপ লাইনে সবুজ সিগন্যাল দিয়ে থ্রু ট্রেন ঢোকানো হল তা নিয়ে। দুর্ঘটনায় প্রাণ হারান ২৮৮ জন। এর পিছনে কোনও অন্তর্ঘাত থাকতে বলে দাবি করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

বাহানাগা ছোট স্টেশন হওয়ায় কোনও মেল-এক্সপ্রেস ট্রেনই ওই স্টেশনে দাঁড়ায় না। এই রুটে রোজ প্রায় ১৭০টি ট্রেন চলাচল করে। তার মধ্যে ৭টি যাত্রিবাহী ট্রেন ওই স্টেশনে থামে। তা আপাতত থামবে না। সব ট্রেনকে 'থ্রু' করা হচ্ছে। এই সময়কালে রিলে রুম থেকে প্যানেল সব খতিয়ে দেখা হবে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement