Advertisement

Vinesh Phogat Farmers' Protest: কৃষক আন্দোলনে ভিনেশ, কংগ্রেসে যোগ দেবেন? স্পষ্ট করলেন কুস্তিগীর

শম্ভু সীমান্তে আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়ালেন ভিনেশ ফোগাট। ফুলের মালা দিয়ে অলিম্পিয়ান কুস্তিগীরকে সাদর অভ্যর্থনা জানালেন কৃষকরা। ভিনেশ জানালেন, 'আমাদের দাবিকে যেন বারবার রাজনীতির চোখে দেখা না হয়।' তবে কৃষকদের অধিকারে দাবিতে এই আন্দোলনকে সমর্থন জানাতেই তিনি এখানে এসেছেন বলে জানিয়েছেন।

ফুলের মালা দিয়ে অলিম্পিয়ান কুস্তিগীরকে সাদর অভ্যর্থনা জানালেন কৃষকরা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Aug 2024,
  • अपडेटेड 1:47 PM IST
  • শম্ভু সীমান্তে আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়ালেন ভিনেশ ফোগাট।
  • ফুলের মালা দিয়ে অলিম্পিয়ান কুস্তিগীরকে সাদর অভ্যর্থনা জানালেন কৃষকরা।
  • ভিনেশ জানালেন, 'আমাদের দাবিকে যেন বারবার রাজনীতির চোখে দেখা না হয়।'

শম্ভু সীমান্তে আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়ালেন ভিনেশ ফোগাট। ফুলের মালা দিয়ে অলিম্পিয়ান কুস্তিগীরকে সাদর অভ্যর্থনা জানালেন কৃষকরা। ভিনেশ জানালেন, 'আমাদের দাবিকে যেন বারবার রাজনীতির চোখে দেখা না হয়।' তবে কৃষকদের অধিকারে দাবিতে এই আন্দোলনকে সমর্থন জানাতেই তিনি এখানে এসেছেন বলে জানিয়েছেন।

শনিবার কৃষক আন্দোলনের ২০০ দিন পূর্ণ হল। আর সেই দিনই শম্ভু সীমান্তে পৌঁছেছেন অলিম্পিয়ান মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট। কৃষকরা তাঁকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান। 

'কৃষকদের শক্তি এখনও কমেনি'

ভিনেশ ফোগাট কৃষকদের প্রতি তাঁর পূর্ণ সমর্থন আছে বলে জানান। তিনি বলেন, 'কৃষকরা তাঁদের অধিকারের জন্য দীর্ঘ সময় ধরে এখানে বসে আছেন। কিন্তু তাঁদের শক্তি এখনও কমেনি। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে, আমি একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছি। আপনাদের মেয়ে আপনাদের সঙ্গে আছে। কারণ আর কেউ আমাদের জন্য আসবে না। আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পিছিয়ে যাবেন না।'

তিনি বলেন, 'আমরা যখন আমাদের দাবিতে সোচ্চার হই, বারবার যেন তা রাজনীতির চোখে দেখা না হয়। আপনাদের আমাদের কথাগুলো শোনা উচিত।'

ভিনেশ আরও বলেন, 'এটি জাতপাত বা অন্য কিছুর দাবি নিয়ে নয়। আমি শুধু এটাই প্রার্থনা করি যাতে আপনারা যেন আপনাদের অধিকারটুকু পান। মেয়েরা আপনাদের সঙ্গে থাকবেন।'

কংগ্রেসে যোগ দেবেন?

কংগ্রেস তাঁকে টিকিটের প্রস্তাব দিলে হরিয়ানার ভোটে লড়বেন? এর উত্তরে ভিনেশ ফোগাট বলেন, 'আমি এই বিষয়ে কথা বলব না, আমি রাজনীতি নিয়ে কথা বলব না। আমি আমার পরিবারের মাঝে এসেছি। তাঁদের সংগ্রাম ও লড়াইটাকেই আজকে মূল ফোকাসে রাখা উচিত। আমি একজন ক্রীড়াবিদ, কোন রাজ্যে যাচ্ছি তার সঙ্গে আমার কোনোও সম্পর্ক নেই। আমি শুধু এটাই জানি যে, আমার দেশের ক্ষতি হচ্ছে, তাঁদের সমস্যার সমাধান করা উচিত। এর সমাধান করাই সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত।'

Advertisement

কৃষকদের সমর্থনে সরকারের কাছে আবেদন

ভিনেশ ফোগাট কৃষকদের সমর্থন করে সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, 'কৃষকরা তাঁদের অধিকারের জন্য ২০০ দিন ধরে বসে আছেন। আমি তাঁদের দাবি পূরণের জন্য সরকারের কাছে আবেদন করছি। এটা খুবই দুঃখজনক যে তাঁরা ২০০ দিন ধরে বসে আছেন।'

কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের কী বললেন?

আন্দোলনের অগ্রগতির উপর জোর দিয়ে কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেন 'শান্তিপূর্ণভাবেই জোরদার আন্দোলন চলছে। কেন্দ্রীয় সরকার আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে। আমাদের দাবিদাওয়া এখনও পূরণ হয়নি। আমরা আবারও আমাদের দাবিগুলি সরকারের সামনে তুলে ধরব। নতুন করে ঘোষণাও করা হবে।'

আগামী ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে কৃষকদের মামলার শুনানি হতে চলেছে। গত পাঁচ মাস ধরে কৃষকরা শম্ভু সীমান্তে দাঁড়িয়ে আছেন। সম্প্রতি ২২ অগাস্ট সুপ্রিম কোর্টে আন্দোলনরত কৃষকদের মামলার শুনানি হয়। এই সময় কৃষকদের সঙ্গে বৈঠক চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এদিকে, পঞ্জাব ও হরিয়ানার সরকার কৃষকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। শুনানির একদিন আগে, পাতিয়ালায় এই বৈঠক হয়। শুনানির সময়, আদালত পঞ্জাবকে আগামী তিন দিনের মধ্যে কমিটির সদস্যদের নাম প্রস্তাব করতে বলেছিল। এরপর ২ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement