Advertisement

Rahul Gandhi: 'আমাদের ছেলেরা বিশ্বকাপ জিতে যেত, পানৌতি হারিয়ে দিল,' রাহুলের 'অপয়া' মন্তব্যে বিতর্ক

ভারতীয় দল বিশ্বকাপ ফাইনালে হারার পরে হঠাত্‍ সোশ্যাল মিডিয়ায় 'পানৌতি'শব্দবন্ধটি ট্রেন্ডিং হতে শুরু করে। হিন্দি শব্দ পানৌতি-র মানে হল, অপয়া বা অশুভ। 

রাহুল গান্ধী
Aajtak Bangla
  • জয়পুর,
  • 21 Nov 2023,
  • अपडेटेड 3:52 PM IST
  • কিছু লোক পানৌতি পানৌতি বলে চিত্‍কার করে
  • মোদীকে দেখে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল-- অজয় রায়
  • কী ভাবে চর্চায় এল পানৌতি বা অপয়া শব্দবন্ধটি?

বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাজস্থানে ভোটের প্রচারে গিয়ে রাহুলের বক্তব্য, ভারত বিশ্বকাপ জিতেই যেত। কিন্তু পানৌতি (অপয়া) হারিয়ে দিল।

কিছু লোক পানৌতি পানৌতি বলে চিত্‍কার করে

রাজস্থানে ভোট প্রচারে গিয়ে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একের পর এক নিশানা করছিলেন রাহুল। এরই মধ্যে জনসভায় কিছু লোক পানৌতি পানৌতি বলে চিত্‍কার করতে শুরু করে। তখনই কারও নাম না করে রাহুল বলেন, 'আমাদের ছেলেরা বিশ্বকাপ জিতে যেত। কিন্তু অপয়া হারিয়ে দিল। জনতা জানে।'

মোদীকে দেখে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল-- অজয় রায়

অন্যদিকে উত্তরপ্রদেশ কংগ্রেসের অধ্যক্ষ অজয় রায় ভারতের বিশ্বকাপ হারের ঘটনা সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন। তাঁর দাবি, মোদীকে দেখে ভারতীয় দল চাপে পড়ে গিয়েছিল। মোদীর উচিত হয়নি ম্যাচ দেখতে যাওয়া। মোদীর জন্যই হেরে গিয়েছি আমরা।  

কী ভাবে চর্চায় এল পানৌতি বা অপয়া শব্দবন্ধটি?

ভারতীয় দল বিশ্বকাপ ফাইনালে হারার পরে হঠাত্‍ সোশ্যাল মিডিয়ায় 'পানৌতি'শব্দবন্ধটি ট্রেন্ডিং হতে শুরু করে। হিন্দি শব্দ পানৌতি-র মানে হল, অপয়া বা অশুভ। পানৌতির আরও একটি মানে হল দুরাত্মা।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement