Advertisement

Kerala Fireworks Accident: কেরলে উৎসবে বাজির স্তূপে আগুন, ১৫০ জনেরও বেশি জখম

উৎসবের মধ্যেই আর্তনাদ। কেরলের কাসারগডে একটি মন্দিরে উৎসব চলছিল। জমায়েত হয়েছিল বহু মানুষের। সেই সময়ই বাজি দুর্ঘটনা ঘটে গেল। এই ঘটনায় জখম হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। 

কেরলে বাজি দুর্ঘটনা।
Aajtak Bangla
  • তিরুঅনন্তপুরম,
  • 29 Oct 2024,
  • अपडेटेड 8:15 AM IST
  • কেরলের কাসারগডে একটি মন্দিরে উৎসব চলছিল।
  • জমায়েত হয়েছিল বহু মানুষের।
  • জখম হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ।

উৎসবের মধ্যেই আর্তনাদ। কেরলের কাসারগডে একটি মন্দিরে উৎসব চলছিল। জমায়েত হয়েছিল বহু মানুষের। সেই সময়ই বাজি দুর্ঘটনা ঘটে গেল। এই ঘটনায় জখম হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। 

পুলিশ সূত্রে খবর, গতকাল মধ্যরাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। অঞ্জুতাম্বলাম বীরাকাভু মন্দিরে বার্ষিক কালিয়াত্তম উৎসব চলাকালীন এই ঘটনা ঘটে। জখমদের উদ্ধার করে কাসারগডে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মন্দিরের কাছে একটি বাজি কারখানায় প্রচুর বাজি রাখা ছিল। সেখানে আগুন লেগেই দুর্ঘটনা ঘটে। 
  
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান পুলিশ-প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 

বাজি থেকে দুর্ঘটনা কেরলে আগেও ঘটেছে। ২০১৬ সালে কেরলের কোলামে পুট্টিঙ্গল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, বাজি ফাটানোর লড়াই চলছিল। সেই সময়ই বাজির আগুনের ফুলকি মন্দির চত্বরে জমা করে রাখা বাজির স্তূপে আগুন ধরে যায়। তা থেকেই দুর্ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার দীপাবলি। দীপাবলি মানেই আলোর উৎসব। এই সময় বাজি, আতশবাজি পোড়ানো হয়। বাজি ফেটে দুর্ঘটনার নজির কম নেই। তাই উৎসবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন প্রান্তে তৎপর হয়েছে পুলিশ-প্রশাসন। পাশাপাশি, শব্দদূষণ রোধেও বাড়তি সতর্কতা নেওয়া হয় প্রতিবছর। 

দীপাবলির আগেই কেরলের মন্দিরে উৎসব চলাকালীন দুর্ঘটনা ঘটল। বাজির স্তূপে আগুন লেগে জখম হলেন শতাধিক। তাঁদের চিকিৎসা চলছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement