Advertisement

শ্রীনগর-শারজা ফ্লাইটে ক্ষুব্ধ পাকিস্তান, ভারতের জন্য বন্ধ করল এয়ারস্পেস

কাশ্মীর (Kashmir) থেকে এই বিমান পরিষেবা শুরু হওয়ার কারণেই পাকিস্তান ক্ষুব্ধ বলে মনে করা হচ্ছে। আর শুধু এবারই নয়, অতীতেও কাশ্মীর থেকে উড়ে যাওয়া আন্তর্জাতিক বিমানকে নিজেদের এয়ারস্পেস ব্যবহারে বাধা দিয়েছে পাকিস্তান। 

এয়ারস্পেস ব্যবহার করতে দিতে অরাজি পাকিস্তান (ছবি সূত্র -Flight Rader)
Aajtak Bangla
  • শ্রীনগর,
  • 03 Nov 2021,
  • अपडेटेड 1:26 PM IST
  • শ্রীনগর-শারজা বিমান নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান
  • বিমটিকে নিজেদের এয়ারস্পেস ব্যবহার করতে দিতে বাধা
  • ঘুর পথে শারজা গেল বিমান

শ্রীনগর-শারজা বিমান (Srinagar To Sharjah Flight) পরিষেবা চালু হওয়ায় ক্ষুব্ধ পাকিস্তান। যার জেরে নিজেদের এয়ারস্পেসের মধ্যে দিয়ে এই বিমানের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করল প্রতিবেশি রাষ্ট্র। মঙ্গলবার শ্রীনগর থেকে শারজাগামী বিমানকে নিজেদের এয়ারস্পেস ব্যবহার করতে দেয়নি পকিস্তান। যার জেরে ঘুর পথে যেতে হয় বিমানটিকে। 

মূলত কাশ্মীর (Kashmir) থেকে এই বিমান পরিষেবা শুরু হওয়ার কারণেই পাকিস্তান ক্ষুব্ধ বলে মনে করা হচ্ছে। আর শুধু এবারই নয়, অতীতেও কাশ্মীর থেকে উড়ে যাওয়া আন্তর্জাতিক বিমানকে নিজেদের এয়ারস্পেস ব্যবহারে বাধা দিয়েছে পাকিস্তান। 

গত ২৩ অক্টোবর শ্রীনগর-শারজা বিমান পরিষেবায় সবুজ সংকেত দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অন্যদিকে, পাকিস্তানি সাংবাদমাধ্যমের দাবি, সেদেশের এয়ারস্পেসে প্রবেশের অনুমতি নাকি নেয়নি ভারত।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement