Parliamentary Committee Formed: কেন্দ্রের মোদী সরকার ২৪টি সংসদীয় কমিটি গঠন করেছে। প্রতিরক্ষা বিষয়ক কমিটির সদস্য করা হয়েছে বিরোধী নেতা রাহুল গান্ধীকে। কংগ্রেস সাংসদ শশী থারুরকে বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান করা হয়েছে, আর রাম গোপাল যাদবকে স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এগুলি ছাড়াও প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিজেপি সাংসদ রাধামোহন সিং। তবে সোনিয়া গান্ধীর নাম কোনও কমিটিতে নেই।
বিজেপি নেতা রাধামোহন দাস আগরওয়ালকে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে। অর্থ বিষয়ক সংসদীয় কমিটির নেতৃত্ব পেয়েছেন বিজেপি সাংসদ ভর্ত্রিহরি মাহতাব। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং নারী, শিক্ষা, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির দায়িত্ব পেয়েছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে কমিউনিকেশন অ্যান্ড আইটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কঙ্গনা রানাউতকে এই কমিটির সদস্য করা হয়েছে। রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিলকে বিদেশ বিষয়ক কমিটির সদস্য করা হয়েছে। বিজেপি নেতা সিএম রমেশ রেলওয়ে বিষয়ক কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।
সংসদ থাকলে কমিটির দরকার কেন?
এটা দরকার কারণ সংসদের অনেক কাজ আছে। এসব কাজ শেষ করতে সময় কম। এ কারণে কোনও কাজ বা বিষয় সংসদে এলে তা গভীরভাবে বিবেচনা করতে পারছে না। এই পরিস্থিতিতে, অনেক কাজ কমিটি দ্বারা পরিচালিত হয়। এসব কমিটি সংসদের স্পিকারের নির্দেশে কাজ করে এবং তাদের প্রতিবেদন সংসদ বা স্পিকারের কাছে পেশ করে। এই কমিটি দুই ধরনের। স্থায়ী কমিটি এবং অ্যাড-হক কমিটি।
স্থায়ী কমিটির মেয়াদ এক বছর এবং তাদের কাজ অব্যাহত থাকে। আর্থিক কমিটি, বিভাগ সম্পর্কিত কমিটি এবং আরও কিছু ধরনের কমিটি স্থায়ী কমিটি।একই সঙ্গে বিশেষ কিছু বিষয়ে অ্যাড-হক কমিটি গঠন করা হয়। তাদের কাজ শেষ হলে এই সামির অস্তিত্বও শেষ হয়ে যায়।