Advertisement

Partha Chatterjee: 'এক বছর বিনা বিচারে আটকে রেখেছে,' বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

আজ থেকে ঠিক এক বছর আগে পার্থ-ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা মেলে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। বছর ঘুরেছে। আজ এক বছর বিনা বিচারে আটকে আছি, আক্ষেপ পার্থ চট্টোপাধ্যায়ের। সোমবার আলিপুর কোর্টে প্রবেশের সময়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন, 'আমাকে একবছর জোর করে আটকে রেখেছে।'

পার্থ চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jul 2023,
  • अपडेटेड 1:29 PM IST
  • আজ এক বছর বিনা বিচারে আটকে আছি, আক্ষেপ পার্থ চট্টোপাধ্যায়ের।
  • সোমবার আলিপুর কোর্টে প্রবেশের সময়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন, 'আমাকে একবছর জোর করে আটকে রেখেছে।'
  • ফের বললেন, 'কে কী বলল, আমার যায় আসে না। আমি শুধু এইটুকু বুঝেছি, আমাকে জোর করে আটকে রাখা হয়েছে।'

আজ এক বছর বিনা বিচারে আটকে আছি, আক্ষেপ পার্থ চট্টোপাধ্যায়ের। সোমবার আলিপুর কোর্টে প্রবেশের সময়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন, 'আমাকে একবছর জোর করে আটকে রেখেছে।' ফের বললেন, 'কে কী বলল, আমার যায় আসে না। আমি শুধু এইটুকু বুঝেছি, আমাকে জোর করে আটকে রাখা হয়েছে।'

আলিপুর কোর্ট চত্বরে গাড়ি থেকে নামছিলেন পার্থ। সাংবাদিকরা সঙ্গে সঙ্গে ঘিরে ধরেন। সেই সময়েই এই বিস্ফোরক দাবি করেন পার্থ। গাড়ির সিটে বসেই তিনি বলেন, 'আজকে এক বছর বিনা বিচারে আমি আছি।' বিনা বিচারে কেন? পার্থ বলেন, 'বিচার হচ্ছে না। তাই বিনা বিচারে।'

তাঁকে প্রশ্ন করা হয়, 'এর মধ্যে কোনও বড়সড় ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে? অনেকেই এমনটা বলছেন।' এর উত্তরে পার্থ বলেন,  'কে কী বলল, আমার যায় আসে না। আমি শুধু এইটুকু বুঝেছি, আমাকে জোর করে আটকে রাখা হয়েছে।'

২০২২ সালের ২৩ জুলাই। আজ থেকে ঠিক এক বছর আগে পার্থ-ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা মেলে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। বছর ঘুরেছে। গিয়েছে দলের পদ, মন্ত্রীত্ব। 

গত এক বছরে অবশ্য বারবারই পার্থ নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রিসভা থেকে তাঁকে বাদ দেন মুখ্যমন্ত্রী। দল থেকে বাদ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু গ্রেফতারের মাস খানেক পরেও দলের পাশে আছেন বলে জানান পার্থ। তিনি বলেন, 'দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম।'

এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ED, CBI। কিন্তু এখনও চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হয়নি।

সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়েও মুখ খোলেন পার্থ। বলেন, 'বাংলার মা মাটি মানুষের জয়, শুধু দুঃখ থেকে গেল, মৃত্যুহীন হলে বোধহয় আরও ভাল হতো।'

Advertisement

শুধু তাই নয়। জেলের অভ্যন্তর থেকেই তৃণমূলের পঞ্চায়েত ভোটের খবর রাখছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচীর প্রশংসা করেছিলেন তিনি। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement