Advertisement

Patna railway station: ভিড়ে ঠাসা স্টেশনে হঠাত্‍ টিভিতে শুরু পর্নোগ্রাফি, পটনায় হইচই

১০ নম্বর প্ল্যাটফর্মে থাকা টিভি স্ক্রিনে তিন মিনিটের জন্য পর্ন ভিডিওটি চলে। সেই সময় রেল স্টেশনে উপস্থিত ছিলেন কয়েকশো মানুষ। এই ঘটনায় তাঁরা অবাক হয়ে যান।

স্টেশনের টিভি স্ক্রিনে চলতে শুরু করল পর্ন ভিডিওস্টেশনের টিভি স্ক্রিনে চলতে শুরু করল পর্ন ভিডিও
Aajtak Bangla
  • পাটনা,
  • 20 Mar 2023,
  • अपडेटेड 11:38 AM IST
  • ১০ নম্বর প্ল্যাটফর্মের টিভি স্ক্রিনে তিন মিনিটের জন্য পর্ন ভিডিওটি চলে
  • সেই সময় রেল স্টেশনে উপস্থিত ছিলেন কয়েকশো মানুষ

ভিড়ে ঠাসা রেল স্টেশনের টিভি স্ক্রিনে আচমকা চলতে শুরু করল পর্ন ভিডিও (Porn Clip)। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) পাটনা রেল স্টেশনে (Patna Railway Station)। ১০ নম্বর প্ল্যাটফর্মে থাকা টিভি স্ক্রিনে তিন মিনিটের জন্য পর্ন ভিডিওটি চলে। সেই সময় রেল স্টেশনে উপস্থিত ছিলেন কয়েকশো মানুষ। এই ঘটনায় তাঁরা অবাক হয়ে যান। কয়েকজন যাত্রী জিআরপি (GRP) এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)) এর কাছে অভিযোগ দায়ের করেছেন।

জিআরপি পদক্ষেপ নিতে বিলম্ব করার পরে, আরপিএফ স্ক্রিনে বিজ্ঞাপন চালানোর জন্য দায়ী সংস্থা দত্ত কমিউনিকেশনের সঙ্গে যোগাযোগ করে। এজেন্সি অপারেটরদের পর্ণ ক্লিপটির সম্প্রচার বন্ধ করতে বলে। পরে রেলের আধিকারিকরাও পদক্ষেপ নেন এবং দত্ত কমিউনিকেশনের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়। সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করেছে রেল এবং জরিমানাও করা হয়েছে।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement