
ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস নিয়ে তদন্তের আর্জিতে নতুন করে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। আবেদন করা হয়েছে, নিউইয়র্ক টাইমস সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী ২০১৭ সালে ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি খতিয়ে দেখা হোক। এদিকে বাজেট অধিবেশনের আগে মোক্ষম হাতিয়ার পেয়েছে বিরোধীরা। শনিবারই সরব হয়েছিলেন রাহুল গান্ধী। রবিবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তির মন্ত্রীর বিরুদ্ধে সংসদকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে স্বাধিকারভঙ্গের দাবিতে চিঠিতে দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে,'২০১৭ সালে ভারত ও ইজরায়েলের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে ২ বিলিয়ন মার্কিন ডলার অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের ক্রয়ের অংশ ছিল পেগাসাস স্পাইওয়্যার।' 'বিশ্বের সর্বাধিক শক্তিশালী সাইবার অস্ত্র' শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে,'গত এক দশক ধরে তদন্তকারী ও গোয়েন্দা সংস্থাগুলিকে নজরদারি সফটওয়্যার বিক্রি করছে ইজরায়েলি সংস্থা এনএসও। তারা প্রতিশ্রুতি দিচ্ছে, এই ধরনের নজরদারি আরও কারও পক্ষে সম্ভব নয়। আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের সুরক্ষা ব্যবস্থাও ভেঙে দিতে পারে।' নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন তুলে ধরে সুপ্রিম কোর্টে মামলা করেছেন আইনজীবী এমএল শর্মা। তাঁর আর্জি, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট আধিকারিক ও দফতরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। এরই সঙ্গে ২০১৭ সালের চুক্তি খতিয়ে দেখতে তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে হাতিয়ার করে বাজেট অধিবেশনে সরকারকে চেপে ধরার সুযোগ পেয়ে গিয়েছে বিরোধীরা। মোদী সরকারকে বিধেঁছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, এটা রাষ্ট্রদ্রোহের সামিল। তিনি টুইট করেছিলেন,''সমস্ত সাংবিধানিক সংস্থা, রাজনীতিক ও সাধারণ মানুষের উপর গোয়েন্দাগিরির জন্য পেগাসাস কিনেছিল সরকার। ফোনে আড়ি পেতে বিরোধী, সেনা, আদালতকে নিশানা করেছে সরকারপক্ষ। এটা দেশদ্রোহের সামিল। দেশদ্রোহ করেছে মোদী সরকার।''
এ দিন অধীর চিঠি দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। তাতে কংগ্রেসের দলনেতা লিখেছেন,'সংসদে দাঁড়িয়ে সরকার দাবি করে গিয়েছে, ইজরায়েলি এনএসও গ্রুপের কাছ থেকে স্পাইওয়্যার ক্রয় করেনি তারা। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে সরকার দায় ঝেড়ে ফেলেছিল। কিন্তু নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে স্পষ্ট, সংসদ ও সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করেছে মোদী সরকার। সংসদকে ভুল পথে চালিত করার জন্য কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনার দাবি করছি।'
উল্লেখ্য, পোগাসাস নিয়ে তদন্তের জন্য লোকুর কমিশন গঠন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই কমিশনের উপরে ইতিমধ্যেই স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত।
আরও পড়ুন- 'মোদী সরকারই কিনেছিল পেগাসাস’, FIR-এর দাবি